অশান্ত ভালবাসা
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:২০:৪৩ রাত
>রিয়াঃ হ্যালো ।
>কৃষঃ শুনছি ত বল কি বলবি ।
>রিয়াঃ একের পর এক মিথ্যে কথা বলস কেন ।
>কৃষঃ তর সাথে মিথ্যে কথা বলি নাই । আরে ইয়ার আমি একটু বাজিয়ে দেখছিলাম তুই কোন ধরনের মেয়ে । যদি তুই অন্যধরনের হতি তাইলে তরে সারা জিবনের জন্য ভুলে যেতাম ।
>রিয়াঃ তাইলে করে দে আমি ফোন রেখে দিচ্ছি ।
>কৃষঃ আরে এত চাপ নিসছস কেন । তুই আমার প্রকূতি বন্ধু ।
>রিয়াঃ তুই আমার প্রকৃত বন্ধু [ফানিসুরে] । বার বার একি ঢং একি মিথ্যে কথা ।
>কৃষঃ এটা কিন্তু সত্যি । বিশ্বাস কর ।
>রিয়াঃ হু , আমি এখন মিথ্যে কথা বলবো । মিথ্যে কথা বলতেই মজা লাগে ।
>কৃষঃ হা হা হা তাই নাকি ।
>রিয়াঃ হুম , আমি ও তর মত সবার সাথে করব ।
>কৃষঃ দেখ আমি সরি বলছি তো , তবুও এইরকম করিস না । আর যদি তর ইচ্ছা হয় তাইলে কর , আমি তর সাথে করছি না ।
>রিয়াঃ তুই ও করবি ।
>কৃষঃ না আমি করব না।
>রিয়াঃ আমি বলছি তুই করবি । তর কাছ থেকে শিখতে হবে ।আমি এখন থেকে অন্যরকম হতে চাই ।
>কৃষঃ ও আচ্ছা কি রকম ।
>রিয়াঃ পরে বলবো ।
>কৃষঃ ঠিক আছে ।
>রিয়াঃ আসলে আমি ওই চাকরি ছাড়তে পারবো না । যতদিন আছি ওই চাকরিতে আমার অনেক স্বূতি আছে ।তরা যদি চলে যাস তাহলে আমি যেতে পারবো না ।
>কৃষঃ হুম ।
>রিয়াঃ দেখ ওই অফিসে যখন আর আসব না । তখন বুঝবি আমি চলে গেছি অনেক দূরে । আর নয়তো হাসপাতালে আছি ।
>কৃষঃ আমি এইটা কখনো করতে দিব না তকে । তুই ও চলে গেলে আমি ও চলে যাব , অনেক দূরে ।
>রিয়াঃ তুই কোথায় যাবি ।
>কৃষঃ জানি না ।
>রিয়াঃ হুম বুঝলাম ফেসবুকে আস ।
>কৃষঃ ঠিক আছে আয় ।
এইভাবে কয়েকদিন চলছে একে পরে এক চ্রাট । তবে তাদের বেষ্ট ফ্রেন্ড রাজু । ও আছে । আড্ডা দিচ্ছে একের পর এক ।
যখন দেখল রিয়া ফেসবুকে আসছে না । তখন ও সারাদিন অপেক্ষা করল রিয়ার জন্য । তারপর ফোন ও দিল । কিন্তু দূঃখের ব্যাপার ফোনটি বন্ধ ছিল । তখন ওই কথা মনে পড়ে গেল কূষের । আমায় যদি ফেসবুকে না পাস ফোনে না ঢুকে তাইলে বুঝবি আমি না ফেরার দেশে । তারপর কৃষ একটা চিঠি লিখে যায় বাড়িতে বলে রাজু নামে কেউ আসলে ওইটা দিও কিন্তু তোমরা খুলবে না এই চিঠি । ওই দিকে বেরিয়ে গেল কৃষ কিন্তু অন্যদিকে রাজু আসল তার বাড়ি । সাথে সাথে রাজুর কাছে ওই চিঠিটা দিলেন ওরা । চিঠিতে লিখা ছিল , সরি দোস্ত , আমি তকে অনেক ভালবাসতাম । কিন্তু রিয়াকে প্রমিস করেছি ওর সাথে চলে যাবো না ফেরার দেশে । আসলে বন্ধু মানে এটা বুঝি কাউকে একা রাখতে চাই না ,সবার সাথে থাকতে চাই । কিন্তু আমি তর পাশে আছি ছায়া হয়ে । যখন ডাকবি আমারে ওই নাম বলে তখন পাবি । আমি তর প্রিয় বন্ধু তর প্রিয় ডাকনাম চান্দু । এইটা শুনে সাথে সাথে রাজুর চোঁখ থেকে অশ্রু ঝরতে থাকে । এবং তারাতারি খুজতে বের হলো রাজু । রাজু এখন কৃষকে খুজচ্ছে । জানি না কি হবে তবে আমরা অপেক্ষায় থাকি ? সবাই দোয়া আর্শিবাদ করবেন যাতে কৃষ আর রিয়ার কিছু না হয় ।
ঘটনাটি এখন ও কাল্পনিক তবে বাস্তবে হতে ও পারে । সে জন্য অপেক্ষা করছি ।
দয়াকরে দোয়া করবেন ওদের কিছু না হয় ।
২য় পর্বটি জেনে বলছি দেখি কৃষকে পাওয়া যায় কিনা আর রিয়ার কি হয়েছে ।
রিয়ার জায়গায় মধু , কৃষের জায়গায় রাজ , আর রাজুর জায়গায় শিব্বির আছে ।
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন