কই! আজকে আমার জনদরদী পুলিশ!

লিখেছেন লিখেছেন তারেক মুহাম্মদ বোরহান ১৬ নভেম্বর, ২০১৪, ০৯:১৩:১৫ সকাল

কই! আজকে আমার জনদরদী পুলিশ!

বহদ্দারহাট, টার্মিনাল সহ আরো বিভিন্ন এলাকায় যে পরিবহন শ্রমিকরা পাবলিক গাড়ি চলতে দিচ্ছে না, এমনকি রিক্সা পর্যন্ত চলতে দিচ্ছেনা। আজকে কোথায় গেলেন আপনারা! কোথায় গেলো আমার মানব দরদী পুলিশ! জামায়াত কিংবা বিএনপি হরতাল দিলেতো আপনারা দুই হাত পরপর থাকেন, চেক করেন! আজকে কোথায় গেলেন আপনারা! আপনারা আসলে জনগনের না, আপনারা আওয়ামীলীগের কর্মচারী!!

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284679
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:১৯
কাহাফ লিখেছেন :

ওদের দোষ দিয়ে লাভ কী!অনেক আগে থেকেই তো বাংলাদেশ পুলিশ বাহিনী কে 'পুলিশলীগ'এ অন্তর্ভূক্ত করা হয়েছে!দলীয় নির্দেশ ছাড়া আসবে কী ভাবে.....????
284686
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৭
মুসা বিন মোস্তফা লিখেছেন : কোন এলাকায়?
284687
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৮
নাছির আলী লিখেছেন : সহমত কাহাফ ভাই এর সাথে।
284689
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:২১
ইসলামী দুনিয়া লিখেছেন : পুলিশ কখনোই জনদরদী ছিল না। তারা সম সময় সরকারে স্বার্থে কাজ করেছে। তাই এটা অস্বাভাবিক কিছু না।
284691
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৬
তারেক মুহাম্মদ বোরহান লিখেছেন : ধন্যবাদ
284757
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারা এখন রাস্তা ঝাড়ু দিতে ব্যাস্ত!!!
গত কয়েকদিন ধরে ফিটনেস চেক এর নামে চলছে ইচ্ছা মত চাদাবাজি। আর গাড়ির ফিটনেস এর জন্য যে স্ট্যান্ডার্ড বিআরটিএ রেখেছে আমাদের রাস্তার কন্ডিশনে সেই স্ট্যান্ডার্ড রক্ষা সম্ভব কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File