মুসলমানদের রক্তের দাম আর কত কমবে.......?
লিখেছেন লিখেছেন মীম রহমান ১৭ জানুয়ারি, ২০১৫, ১০:১৭:৪৪ সকাল
মুসলিম বিশ্বের দেশগুলোর ইতিহাস যতই পড়ছি ততই অবাক হচ্ছি. সেই পূর্বকাল থেকে বিশেষ করে মুসলমানদের স্বর্ণালী যুগের যবানিকাতের পর মুসলমানদের রক্তের দাম কেন যেন দিন দিন শুধু কমছেই...! এমন মুসলিম রাষ্ট্র খুবই কম পাওয়া যাবে যে দেশে রক্ত জড়ে নাই. কখনো খৃষ্টানরা কখনোবা ইহুদী কিংবা হিন্দুরা কখনোবা সম্মিলিতভাবে তারা আমাদেরকে আক্রমন করেছে এবং এখনো করেই চলছে. আবার কখনোওবা তাদের সহায়তা নিয়ে মুসলিম নামধারী শাশকরাই আরো বেশী করে জুলুম চালিয়েছে, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে লাখো মুসলিমের জীবন নিধন করেছে.
এমতাবস্থায় মুসলমান হিসেবে আমাদের জেগে উঠার কোন বিকল্প নেই. অাজ খুব প্রয়োজন গাজী সালাহউদ্দিন আইয়ুবী, শাহজালাল, হাজী শরিয়তুল্লাহ কিংবা তিতুমীরদের মত বীর মুজাহিদদের. দরকার জিহাদের চেতনা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার. কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রাশ্চাত্য জিহাদকে এমন এক শব্দ বানিয়ে অামাদের সামনে পেশ করেছে যে, জিহাদ শুনলেই আমাদের সামনে ভেসে আসে তালেবানদের বেসামরিক লোকজনের উপর হামলা কিংবা পাঞ্জাবী-টুপি পরা মুজাহিদের অস্ত্র সহ কিছু ছবি. পপরিস্থিতি এমনটাই হয়ে দাড়িয়েছে যে , কখনোবা আমরাও জিহাদ শব্দ ব্যবহার করতে ভয় পাই. কিন্তু প্রাশ্চাত্যর পরাশক্তিগুলোতো আমাদের বিরুদ্ধে জিহাদই করছে. কখনো ঘোষিত কখনোওবা অঘোষিত. তারা ইরাক, আফগানিস্থান কিংবা ফিলিস্থিনে হামলা করছে ক্রসেড বা ধর্মযুদ্ব হিসেবে. এর পাশাপাশি বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামরিক প্রভাব খাটিয়ে অঘোষিতভাবে জিহাদ করছে. আমরা বুঝতেই পারছিনা.....! অথচ এই জিহাদ তাদের বিরুদ্ধে করে মুসলমানদের বিশ্ব পরিচালনার কথা ছিল. তাই আজ প্রয়োজন কুরআনে বর্ণিত সেই জিহাদের, যে পন্থায় নবী করিম (সা.) গোটা আরব বিশ্ব সহ বিশ্বের বড় একটি অংশ জয় করে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করেছিলেন. শেষ করতে চাই কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের গানের সেই কলিটি দিয়ে-
"জিহাদের মানে হল বাচতে শেখা
শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি
জিহাদের মানে হল বাচতে শেখা".
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন