থার্টি ফার্স্ট নাইট: প্রাশ্চাত্য ও আমরা.

লিখেছেন লিখেছেন মীম রহমান ০১ জানুয়ারি, ২০১৫, ০৩:১০:১৯ দুপুর

ফ্রান্সে বেশ কয়েকবছর ধরে থাকা আমার এক কাজিনকে জিজ্ঞাসা করেছিলাম সে দেশের থার্টি ফার্স্ট নাইট উৎযাপনের ব্যপারে. উনি আমাকে জানালেন বড়দিন পালনের জন্য অধিকাংশ শহরবাসী তখন গ্রামে যায়, আর খৃষ্টানদের বড়দিন উপলক্ষে বেশ বড় ছুটি থাকে তাই ফ্রান্সে এ রাতে খুববেশী মাতামাতি নেই. তবে আইফেল টাওয়ারের সামনে কিছু আতববাজী ফোটানো হয় জাস্ট নামকাওয়াস্তে মানসম্মান বাচানোর জন্য. আমার মনে হয় খৃষ্টান প্রধান দেশগুলোর অধিকাংশেরই একই অবস্থা, যদিও এটা তাদেরই উদ্ভাবিত সংস্কৃতি.

গতকাল রাতের আনকারা দেখে সত্যিই অবাক হলাম. বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ঐতিয্যবাহী মুসলিম রাষ্ট্রের রাজধানীর একি অবস্থা...! কোটি কোটি আতশবাজী, জমকালো আলোর ছড়াছড়ি, ডিজে পার্টি আর নারীদের সম্ব্রমহানী...! সম্ববত মুসলিম দেশগুলোর অধিকাংশেরই একই অবস্থা. সত্যিই অবাক হই মুসলিম বিশ্বের অবস্থা দেখলে....! এ জাতি কবে বুঝবে......? বেহায়াপনা ও প্রাশ্চাত্য সংস্কৃতি বাদ দিবে....!

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298588
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:২১
হতভাগা লিখেছেন : মুসলমানেরা নিজেদের ধর্মের রীতি বাদ দিয়ে অন্য ধর্মের রীতি নীতিকে বেশী অনুকরণ করে , যার সবগুলোই অনাচার ।
স্বকীয়তা না থাকার ফলে মুসলমানরা পিছিয়ে রয়েছে।
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৬
241736
ইবনে হাসেম লিখেছেন : ইনশাআল্লাহ বুঝবে একদিন, হতভাগারা যদি বুঝতে পারে, অন্যরা বুঝবে না কেন?শীঘ্রই এ অবস্থার অবসান হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
298593
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
298610
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৭
ইবনে হাসেম লিখেছেন : ম্যানিলাতে কিন্তু অন্যরকম অবস্থা। বড়দিনের চাইতেও এই থার্টি ফার্স্ট নাইটে তাদের মাতামাতি সীমাহীন। অনেক প্রাণহানি, অগ্নিকান্ডের ঘটনাও ঘটে এই দিনকে ঘিরে।
298613
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমরা যেন দিন দিন নিজেদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। ভিন দেশীদের সংস্কৃতিই যেন আমাদের আপন হয়ে যাচ্ছে। হে আল্লাহ তুমি আমাদের বাঁচাও ।
298619
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৪
নির্বাক আমি লিখেছেন : আমরা আমাদের ঐতিহ্য ভুলে কিসব সাংস্কৃতি গ্রহন করছি তা যদি বিবেক সম্পন্ন ব্যাক্তি সকল জানত তাহলে এমন নারীভূগী ,
মদভুগী কাজ করত না । আর টাকা নষ্ট করত না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File