সাভারের রানা প্লাজার রেসমী ও শাজাহানপুরের জিহাদ.....!

লিখেছেন লিখেছেন মীম রহমান ২৭ ডিসেম্বর, ২০১৪, ১০:০৭:৩৮ সকাল

গতবছর সাভারের রানা প্লাজার ধসের ফলে হাজার হাজার পরিবার যখন তাদের শোক কাটাচ্ছিল তখনই সরকারের উদ্ধার তৎপরতার ব্যার্থতা ও প্লাজার মালিক স্থানীয় আওয়ামীলীগ নেতা সোহেল রানার কাছ থেকে মানুষের দৃষ্টি সরাতে সরকার চমৎকার একটি নাটকের আয়োজন করেছিল. আর সেটা হল, ঘটনার ১৭ দিন পর রেশমী নামক এক গার্মেন্ট কর্মীর উদ্ধারের খবর, যা তখন সবচেয়ে আলোচিত বিষয় ছিল. মিডিয়া গুলোতে রেশমীকে ভাগ্যকন্যা হিসেবে আখ্যায়িত করে উদ্ধার তৎপরতায় সরকার যে কিছুটা হলেও সফল সেটারই প্রমানের চেষ্টা করা হয়েছে. কিন্তু না, মিথ্যাকে কী আর সত্য বানানো যায়....? অনুসন্ধানে ঠিকই বের হয়েছিল রেসমী নাটকের পিছনের কথা এমনকি রেসমীকে নাটকে অভিনয় করাতে কী পরিমান টাকা দেয়া হয়েছিল সেই কাহিনীও.

গতকাল শাজাহানপুরের জিহাদ উদ্ধারের নাম দিয়ে সরকার ঠিক আবারো নতুন করে নাটক মঞ্চস্থ করছে. জিহাদ পাইপে পরছে কিনা কিংবা ৬০০ ফুট পানির নিচে পরলে বাচা সম্বব কিনা অখবা জিহাদ নামে ঐ এলাকায় আদৌ কেউ আছে কিনা অামি সেই বিতর্কে যেতে চাচ্ছি না. বরং ব্যপারটা হল সারাদেশ যখন গাজীপুরে ২০ দলের সমাবেশ এবং আগামী ৫ তারিখের আন্দোলন শুরুর চিন্তা নিয়ে ব্যস্ত ঠিক এ সময়ই সরকার চমৎকার একটা ইস্যু সামনে নিয়ে এসে বেশ সফলই হয়েছে. আর আওয়ামীলীগের চিরাচরিত স্বভাবও এটিই. একটি বড় ঘটনাকে ধামাচাপা দিতে সহজেই আরেকটি ঘটনা সৃষ্টি করতে পারে...! মতিউর রহমান রেন্টুর "আমার ফাসি চাই" বইটি যারা পড়েছেন তাদেরকে অার নতুন করে বলার দরকার নেই যে, শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীরা নাটকের অভিনেতা হিসেবে কতটা অভিজ্ঞ.....! কিন্তু এভাবে নাটক করে আর কতদিন....!

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297432
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : গাজীপুরে জনসভা করলে সাধারন মানুষের কি কাজে আসবে?
297435
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : ৬০০ ফুট মানে প্রায় ৪০-৫০ তলা । এত উপর থেকে কেউ পড়লে কি বেঁচে থাকার কথা ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File