আমার প্রথম লেখা ও কিছু অপ্রাসঙ্গিক চিন্তাধারা
লিখেছেন লিখেছেন আহমেদ ইমরান হালিমী ২৮ অক্টোবর, ২০১৪, ০৫:১০:১৯ বিকাল
আমাদের জীবন বিশাল শিকলযুক্ত রহস্যের বেড়াজালে আবদ্ধ কিছু সময়ের ব্যাবধান মাত্র। এর পরতে পরতে জটযুক্ত রহস্য দ্বারা আবৃত। এই রহস্যের বেড়াজাল ভেঙ্গে সত্যকে জীবনের সঙ্গে এঁটে বাঁধা পরিপূর্ণভাবে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা জীবনের রহস্য খুঁজে-বেড়াতে গিয়ে একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকম হয়ে যায়। এই পরিচক্র ভাঙ্গা বেশ মুশকিল। এই চক্রের সদস্যরা নিজ নিজ বিশ্বাসে ব্যাপক অন্ধ। একমাত্র জীবনের স্তিমতাই সকল রহস্যের সমাধান। জীবন যেখানে স্থিমিত, রহস্য সেখানে উদ্ঘটিত!
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন