স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফের সংখ্যালঘুদের ভূমি দখল ও নির্যাতণ।
লিখেছেন লিখেছেন এম খালিদ ২৫ আগস্ট, ২০১৫, ০৯:৫২:১৯ সকাল
এবছরের জানুয়ারিতে দেশে গিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য।
মাথার চুলগুলো বড় হয়ে যাওয়ায় ছাঁটানোর জন্যে উত্তরার পাশবর্তী জয়নাল মার্কেটে পূর্বপরিচিত সেলুনে গেলাম। ১৬বছর আগে যখন জয়নাল মার্কেট এলাকায় মেসে থাকতাম তখন নিয়মিত চুল কেটে দিতেন সেলুনের মালিক আবুল হোসেন।আবুল হোসেন দোকানে নেই এশার নামাজ পড়তে মসজিদে গেছেন জানালো দোকানের কর্মচারী।শংকর নামের একজন চুল কাটতে আরম্ব করল।আক্ষেপ করে তার দু:খের কথা বলতে লাগল।মন্ত্রী আমাদের সব নিয়ে গেছে।বসত ভিটার জমিসহ ৩৪শতাংশ।মাথা গোজার ঠাঁই নেই কোথাও গ্রামের সবার জমি দখল করে নিয়েছে গেছে।চেহারায় হতাশার ছাপ শংকরের।পাশের চেয়ারের কাস্টমার প্রশ্ন করল কোন মন্ত্রী?শংকর জবাব দিল তখনকার প্রবাসি কল্যান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কথা।পাশের চেয়ারের কাস্টমার কিছু সময় ইচ্ছেমত গালমন্দ করলেন মন্ত্রী মহোদয়কে।তারপর বললেন কি আর করবা পুরো দেশটা ওদের এবার ইন্ডিয়া যাও,এতো কিছুর পর ও তোমরা হিন্দুরা হাসিনা-মোশাররফদের পা চাটো,কি মজা পাও তোমরা?আসলেই শংকরদের কিছু করার নেই,কিবা করবে শংকর একা।পুরো দেশের মানুষ একসাথে হলেও শংকরদের জমি রক্ষা করতে পারবে না। আন্দোলন সংগ্রাম করে ও লাভ নেই পুলিশ-র্যাব-বিজিবর হাতে জীবন দেয়া ছাড়া।
রাজাকার মোশাররফরা পুরস্কার হিসেবে পাবে বড় বড় মন্ত্রনালয়ের মন্ত্রীত্ব,শংকরদের ভাগ্যে জুটবে ভিটে ছাড়া হয়ে ইন্ডিয়ায় পালানো।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন