গণতন্ত্র কি!
লিখেছেন লিখেছেন যা বলতে চাই ০৭ ডিসেম্বর, ২০১৪, ০২:২৫:৩১ রাত
গণতন্ত্র কি! ? এটি আমার আশ্চর্য হওয়ার কারণ। এটি আমার জিজ্ঞাসা বিবেকবানদের দরবারে। ক্ষুদ্র জ্ঞানে আমি যা শুনেছি এবং যা বুঝেছি, গণতন্ত্র হল গণমানুষের মতামতের ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করা। অবশ্য কারো মতে, জনগণকে সকল ক্ষমতার উত্স মেনে নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে শাসনকার্য পরিচালনাকে গণতন্ত্র বলে। এগুলো হল সাধারণ মতামত। অবশ্য ভিন্ন কিছু চিত্র ও আমরা দেখতে পাই, তা হল- গণ মানুষের সম্পদ দখল করার আধুনিক পদ্ধতির নাম হল গনতন্ত্র। আবার কোন কোন প্রেক্ষাপটে অর্থ দাঁড়ায় এরকম- এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠি বিশেষ কর্তৃক গণমানুষকে শাসন ও শোষণ করার বৈজ্ঞানিক ফর্মুলার নাম হচ্ছে গণতন্ত্র। কারো মতে, গণতন্ত্র হচ্ছে একটা ফাঁদ বিশেষ, যেখানে চতুর লোক গুলোর নিকট গণমানুষ স্রোতের ন্যায় এসে ধরা দেয় আর নিজেদের অজান্তেই তাদের খাঁচায় বন্দি হয়ে যায়।
গণতন্ত্র মানে মানুষের শাসন, মানুষের উপর মানুষের শাসন, মানুষের জন্য মানুষ কর্তৃক আইন প্রণয়ন, মানুষ কর্তৃক মানুষকে পরিচালন, কেবল মানুষের নিকট ই মানুষের জবাবদিহিতা, মানুষের নিকট ই মানুষের স্বীকৃতির আশা, মানুষের অতীত-বর্তমান বা ভবিষ্যত সবকিছুর মানুষই নিয়ন্তা, আইন প্রণেতাদের স্বার্থই আইনের ভিত্তি, ব্যক্তি এবং শ্রেণী স্বার্থই সমর্থনের যৌক্তিকতা ইত্যাদি। গণতন্ত্র মানে, অধিক মানুষ যে বিষয়কে বা যাকে সমর্থন করবেন সে বিষয়টিই সঠিক বা তিনিই নেতা নির্বাচিত হবেন। গণতন্ত্র মানে, শ্রেণী শাসন, শ্রেণী স্বার্থ অথবা শ্রেণী বৈষম্য, শ্রেণী বিদ্বেষ ও শ্রেণী দ্বন্ধ। কারণ মানুষ কোন না কোন শ্রেণীভূক্ত।
আমার প্রশ্ন হল বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ? এখানে কি গণতন্ত্র আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্রের সংজ্ঞাই বা কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে কি? গণতন্ত্র কি পূর্ণাঙ্গ কোন জীবনাদর্শ? জ্ঞানের ক্ষেত্রে এমন কি নৈতিকতার ক্ষেত্রে ও গণতান্ত্রিক পন্থাই গৃহীত হবে? বেশীরভাগ মানুষ যদি সত্যকে মিথ্যা বলে, তবে বাকিরাও সেটি মানতে বাধ্য হবে? বেশী সংখ্যক মানুষ যদি কম সংখ্যক মানুষকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, গণতন্ত্র নামে তাও কি বৈধ হবে?
মানুষ যদি সকল ক্ষমতার উত্স হয়, তবে মানুষের ক্ষমতা শেষ হয়ে যায় কেন? চন্দ্র, সূর্য ও নক্ষত্র সমূহের উপর মানুষের ক্ষমতা তবে চলে না কেন? মানুষ সৃষ্টির আগে তবে ক্ষমতা কার হাতে ছিল? মানুষ তবে এত অসহায় ভাবে মরে যায় কেন? মানুষ অসুস্থ হয় কেন, কেনই বা সে অনেক কিছু ভুলে যায়? বৃষ্টি বর্ষণ বা অনাবৃষ্টির জন্য কোন ক্ষমতার কি প্রয়োজন হয়?
প্রতিদিন ডানে গণতন্ত্র, বামে গণতন্ত্র, টিভি টকশোতে গণতন্ত্র, সংবাদ পত্রে গণতন্ত্র, কোথাও জাতীয়তাবাদী গণতন্ত্র, আবার কোথাও শুনি অসাম্প্রদায়িক গণতন্ত্র, সম্প্রতি অবশ্য ইসলামি গণতন্ত্রের কথাও শোনা যায়।
আমি জানি না গণতন্ত্র আসলে কি! আমি বুঝতে অক্ষম এটা দিয়ে কি হয়? শুধু দেখি গণতন্ত্রের নামে কেউ আগুন জ্বালায়, গাছ উপড়ে ফেলে, ভাংচুর করে, একে অপরের মাথা ফাটায়, রাস্তা বন্ধ করে দেয়। আবার গণতন্ত্র নামে কেউ মানুষ পেটায়, ঘর থেকে ধরে নিয়ে নির্যাতন করে, বিনা অপরাধে মানুষকে বন্দি করে, গ্রেফতার বানিজ্য ও করে, পাখির মত গুলি করে মানুষ মারে।
আমি জানতে চাই গণতন্ত্র আসলে কি, এটি আসলেই কি আছে, আর এটি বাস্তবেই কি দরকার? এটি স্থায়ী কোন শাসননীতি কি হতে পারে? শাসনপদ্ধতি হিসেবে এটি কি চিরন্তন? মানব সমাজের নৈতিকতা ধ্বংসের এটিই কি কারণ???
বিষয়: রাজনীতি
৫০১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজনীতির প্রতি ঘৃণা জন্মে গেছে আজকের বাস্তবতায়!!
অনেক ধন্যবাদ ও ভাল লাগা!!
আপনার সুন্দর লেখাটির জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন