জানাজার ক্ষত নিরাময়!

লিখেছেন লিখেছেন নিরিবিলি ২৯ অক্টোবর, ২০১৪, ০৫:৩১:১৬ বিকাল

শাহবাগীদের চুলকানীতে এবার একটু মলম পাওয়া গেল...

এতবড় জানাজার পরে এরকম প্রত্যাশীত রায় মোটেও অবাক করা বিষয় নয়। আমি ভেবেছিলাম গোলাম আযম সাহেবের জানাজা দেখে শাহবাগীরা আরও নিষ্ঠুর হবে। কিন্তু নিষ্ঠুরতার যা পাওয়া যাচ্ছে তাতে জামায়াত অভ্যস্ত!

জামায়াতীরা যা পায় তাতেই খুশি! অদ্ভুদ বিষয়! একে একে মারা যাচ্ছে, মরে যাচ্ছে তারপরও ন্যায় বিচারের আসায় বসে আছে!

যে স্পষ্ট মেরুকরনে চলেছে বাংলাদেশ তাতে লাভ কার? জামায়াত বিনা পয়সার পাবলিসিটি পাচ্ছে। কিছু ব্যক্তি বিশেষকে হারালেও দল হিসেবে তাদের লক্ষ্য উদ্দেশ্যের পথে তারা দ্রুততার সাথে আগাচ্ছে।

মানুষ জানত তারা স্বাধীনতা বিরোধী। আওয়ামী লীগ চাইল যেভাবেই হোক আইনী ভাবে তাদের যুদ্ধপরাধী হিসেবে প্রতিষ্ঠীত করানো। কিন্তু বিচারের এমন দুর্ববস্থা তাতে লাভের গুড় জামায়াতের ভাগেই পড়ছে।

রিমান্ড পাওয়া জেল থেকে বের হওয়া একজন শিবির কর্মীর কাছে জানতে চাইলাম যে তোমাদের উপর যা কিছু হয়ে যাচ্ছে তাতে তোমরা কি মনেকরতেছ?

তাজ্জব হয়ে গেলাম! কি সুন্দর সাবলীল ভাবে বলে চলল, "আমাদের আন্দোলন প্রস্তুতি জেলখানাতে আরও ভাল হয়। ঈমানী জজবা আমাদের এই সংগ্রামে একমাত্র পাথেও। ব্যাক্তিগত ভাবে আমি খুবই উপকৃত হয়েছি।"

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File