ইনিই কি সেই রাজাকার?

লিখেছেন লিখেছেন নিরিবিলি ২৭ অক্টোবর, ২০১৪, ০৮:৪৩:৫৫ রাত

শাহবাগ আন্দোলন যখন তুঙ্গে তখন বিশ্ববিদ্যালয়ের হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাজাকারের বিভিন্ন কিম্ভুতকিমাকার বিভৎস দৃশ্য চোখে পড়ত। রাজাকারেরা কতই না হিংস্র ছিল। বিভিন্ন জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলিতে রাজাকারের বিচার চেয়ে টেন্ট বসিয়ে গণসাক্ষর অভিযান হল। রাতের আধারে যখন পোস্টারগুলি ছেড়া হল তখন আবার জলছাপ দিয়ে রাজাকরের প্রতিক সহ বিচারের দাবিতে স্থায়ী পোস্টারিং হল।

রাজাকারের শিরমনি, যার ছবি রাজাকারের প্রতিক হিসেবে সর্বত্র শোভা পেয়েছে সেই অধ্যাপক গোলাম আযম সাহেব বীর বেশে বায়তুল মোকাররমে জানাজার মাধ্যমে সম্মানিত হলেন। শাহবাগীদের সকল প্রচেষ্টা এভাবে বৃথা যাবে?

গোলাম আযম কখনই তার কৃতকর্মের জন্য ক্ষমা না চেয়ে দৃঢ়তার সাথে দেখিয়ে দিয়ে গেলেন তিনি বা তার দল ন্যূনতম অপরাধের সাথে জড়িত ছিলেন না। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল না। তাদের সেই ভারতের করদ রাজ্যের আশংকা আজ প্রবল ভাবে ধরা পড়ছে।

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278779
২৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৪১
শেখের পোলা লিখেছেন : সামনে গোলামীর আরও বাকী আছে৷অপেক্ষা করুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File