সৌর্ন্দয গায়ের রঙে নয়, ফ্রেস মানেই সুন্দর ।
লিখেছেন লিখেছেন তৃতীয় চোখ ০৯ নভেম্বর, ২০১৪, ০৭:৫৭:১০ সন্ধ্যা
মেরিলের ওই বিজ্ঞাপনটা দেখেছো ? হ্যা । ওই যে ঐ বিজ্ঞাপনটা যেটাতে বড় বড় করে লেখা থাকে – “ সৌর্ন্দয গায়ের রঙে নয়, ফ্রেস মানেই সুন্দর । ’’ আর পাশেই তিশার হাসি হাসি র্ফসা (কালো না) মুখের একটা ছবি । এবার একটু চিন্তাটা উল্টা দিক থেকে করে দেখোতো , ওরাই বলছে সৌর্ন্দয গায়ের রঙে নয় তাহলে ওরাই আবার কেন র্ফসা একটা ছবি দিল ? কোন কালো মেয়ের ছবি কেন দিল না ? আরে ভাই ওরা বেশ ভালো করেই জানে, কোন কালো মেয়ের ছবি দিলে পাবলিক তা খাবে না । তাই মুখে নীতি বাক্য ঝাড়লেও মাথায় কিন্তু ঠিকই লাভের চিন্তা রেখেছে । আর এটাই কর্পোরেট ওয়ার্ল্ড । এখানে পাবলিক কোনটা খাবে আর কোনটা খাবে না এই প্রশ্নটাই মুখ্য ।এখন সমস্যাটা হয়েছে ওই জায়গায়, এই কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে থাকতে থাকতে আমরা আমাদের Career টা কেও মেরিল সাবান ভাবতে শুরু করেছি । কোন Career Planning করার আগে আমরা ভাবতে বসি, চাকরির বাজারে আমার Profssion এর মূল্য কত, চাকরি দাতারা আমার Certificate গুলা খাবে তো ? তখনই আমাদের Career টা Career খেকে হয়ে যায় Carryer ।
বিষয়: সাহিত্য
১২৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন