গুলির বেগে বুলি
লিখেছেন লিখেছেন তৃতীয় চোখ ২৯ অক্টোবর, ২০১৪, ০৯:২৩:৪৮ রাত
অনেকের দেখি মুখ দিয়ে মাঝেমধ্যে গুলির বেগে বুলি বের হয় । কিন্তু অনেকের সামনে দাড়িয়ে যখন মাইক্রোফোন হাতে নেয় তখন গুলি করলেও মুখ দিয়ে একটা বুলি বের হয় না । তাদের জন্য আমার এই ছোট্ট অভিজ্ঞতাটা -
২০০৯ সালের কথা । আমি তখন ক্লাস এইট এ পড়ি । YJF এর একটা প্রোগ্রম ছিল খুলনাতে ।ঐ প্রোগ্রামে আবার প্রধান আলোচক ছিলেন জাফর ইকবাল স্যার । কিন্তু প্রোগ্রাম শুরুর এক ঘন্টা আগে জানা গেল অনুষ্টানের র্নিধারিত সঞ্চালক হঠাৎ অসুস্থ হওয়ায় আসতে পারবেন না । তাই অনেকটা জোর করেই সঞ্চালকের দায়িত্বটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হল । টুকটাক অভিজ্ঞতা থাকায় অগত্যা আমিও রাজি হয়ে গেলাম । কিন্তু মনের মধ্যে কেমন জানি ভয় ভয় লাগছে । আর লাগবেও বা না কেন পাশে একজন স্বনামধন্য শিক্ষক আর সামনে অজস্র মানুষ ।তখন মাইক্রোফোনের সামনে নিজের চেনা কণ্ঠটা অপরচিত লাগছিল । স্যার আমার অবস্থাটা বুঝতে পেরে আস্তে করে কাছে ডাকলেন, তারপর জিজ্ঞেস করলেন – কি ভয় পাচ্ছো ? আমি অবোধ বালকের মত মাথাটা নাড়িয়ে হ্যা সূচক জবাব দিলাম । স্যার একটু মুচকি হেসে আবার বললেন – তুমি মনে হয় আমার জন্য বেশি ভয় পাচ্ছো ? আমি সুবোধ বালকের মত মাথাটা এবার আরও জোরে নড়িয়ে জবাব দিলাম হ্যা । তখন স্যার আমার দিকে একটু ঝুকে এসে বললেন – শোন, তুমি কখনোই অনেক মানুষের সামনে ভালো ভাবে কথা বলতে পারবে না, য়খন তুমি ভাববে সামনের মানুষগুলো তোমার থেকে বেশি জানে, তারা তোমার ভুল ধরতে পারে । তোমাকে সব সময় ভাবতে হবে সামনের মানুষ গুলো তোমার থেকে কম জানে । তুমি তাদের যা শেখাবে তাই শিখবে । তাহলে তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে । স্যারে উপদেশটা বেশ কাজে দিল । তারপর থেকে মাইক্রোফোনের সামনে আমার কণ্ঠ আমারই মনে হতো লাগলো । আর এখন বুলি বের করার জন্য গুলি করা লাগে না এমনিতেই বের হয় ।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন