বিচারের দাবী? নাকি ইসলাম বিদ্বেষ?
লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ১২ মার্চ, ২০১৫, ০২:২১:১৯ দুপুর
দুই জিত্ মারা গেল।
এক বিশ্বজিত্, দুই অভিজিত্।
ধর্মীয়দিক থেকে দু'জনই হিন্দু।
উভয়ের মৃত্যুই হামলার শিকার হয়ে।
প্রথম জনের উপর হামলা হয় দিবালোকে শত শত মানুষের সামনে,যার খুনিরাও সকলের চেনা জানা।
আর দ্বিতীয় জনের হামলা প্রকাশ্যে হলেও খুনিরা অজ্ঞাত, অচেনা, ধরা ছোঁয়ার বাইরে।
প্রশ্ন হলো, দ্বিতীয় জনের মৃত্যুতে যারা মানবতা, আঈন ও সন্ত্রাসের দোহাই দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিমদের কটাক্ষ করছে তারা প্রথম জনের মৃত্যুর সময় কোন গ্রহে অবস্হান করছিল?
তখন তাদেরকে মশাল হাতে মিছিল বা অবস্হান করতে দেখা যায়নি কেন? আর তার হত্যার সাথে যেই দল বা সংগঠনের কর্মীরা জড়িত ছিল তাদেরকে জংগী বা উগ্রপন্হী আখ্যা দেয়া হলো না কেন?
অন্যদিকে অভিজিৎ হত্যার সাথে কারা জড়িত সেটা স্পষ্ট জানা না থাকা সত্ত্বেও খুনের দায়ভার কেন মৌলবাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে ?
আসলে মানবতা বা বিচার বহির্ভূত হত্যার কারনে নয়;এই মালাউনপন্হী ছাগুদের লম্ফজম্ফ একমাত্র নাস্তিক্যবাদ ও ইসলাম বিদ্ধেষী মনোভাবের কারনেই।
অভিজিৎ হত্যা।
সাধারণ দর্জী বিশ্বজিৎ হত্যা।
বিষয়: রাজনীতি
১২৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময় থাকতে এই হায়েনাদের রুখে দাড়াতে হবে।
মন্তব্য করতে লগইন করুন