দম ফাটানো হাসির কৌতুক
লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ০৪ জানুয়ারি, ২০১৫, ১২:৪৭:১৩ দুপুর
দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে অত্যান্ত উত্তাপ, এবং থমথমে অবস্তা চলছে।
আসুন কিছু কৌতুক পরে মন হালকা করিঃ
পুলিশ চোরকে জিজ্ঞেস করল- ‘তুমি বলছ ক্ষুধার্ত ছিলে বলে রেস্টুরেন্টে চুরি করেছ। অথচ তুমি চুরি করলে ক্যাশ টাকা! খিদে লাগলে তো তোমার চুরি করার কথা ছিল খাবার, তাই না?’ চোর বলল ‘খাবার খেয়ে পয়সা না দেয়াটা আমার জন্য অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল, স্যার!’
আজিমপুর কবরস্থানের সামনে সেদিন এক গাড়িচোরকে ধরে গণধোলাই দেয়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির মালিক জিজ্ঞেস করলেন, ‘ব্যাটা, তুমি আমার নতুন গাড়িটা চুরি করতে গেলে কেন?’ চোর বলল, ‘ভাই, আমি দেখলাম, গাড়িটা কবরস্থানের গেটের সামনে রাখা! ভাবলাম, গাড়ি মালিকের তো আর গাড়িটা লাগবে না, আমিই নিয়ে চালাই!’
মিডিয়াকর্মীরা নকল টাকা বানানোর মেশিন দিয়ে টাকা বানানোর সময় হাতেনাতে এক লোককে ধরল, ‘আপনি নকল টাকা বানাচ্ছিলেন কেন? আপনার অনুভূতি কী?’ লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল, ‘আসল টাকা বানানোর মেশিন পাই নাই যে!’
বিচারক কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি দোষী, না নির্দোষ?’ আসামির অকপট জবাব, ‘রায় দেয়ার জন্য আপনি বেতন পান, নাকি আমি? রায় কী দেবেন, সেটা আমার কাছে জানতে চান কেন?’
আরেক দিনের কথা। পুলিশ চোরকে জিজ্ঞেস করল, ‘কী ব্যাপার, বারবার থানায় আসতে লজ্জা করে না?’ এমন প্রশ্নের কত রকম জবাবই তো হতে পারে, তাই বলে এমন জবাব, ‘আমি তো মাঝে মাঝে আসি, আর আপনি তো মাসের ত্রিশটা দিনই এখানে আসেন!’
কিশোর সংশোধনাগারে পাঠানোর আগে এক ছোট্ট ছেলেকে পুলিশ জিজ্ঞেস করল, ‘তোমার বয়স কত?’ ছেলেটি বলল, ‘বারো বছর, স্যার।’ পুলিশ অবাক হয়ে বলল, ‘এতটুকু বয়সেই চুরি করা শুরু করেছ!’ ছেলেটি এবার তাকে আরও অবাক করে দিয়ে জিজ্ঞেস করল, ‘তাহলে আপনিই বইলা দেন, ঠিক কত বছর বয়স থেইকা আমি চুরি করা শুরু করব?’
পুলিশ জানতে চাইল, ‘কী হে, তুমি ভদ্রলোকের বাড়ির তালা ভাঙতে গেলে কেন?’ চোর বলল, ‘কী করব স্যার, ওই তালার চাবিটা তো আমার কাছে ছিল না!’
বিষয়: সাহিত্য
৭৫৫৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুনত্ব আছে উপস্হাপনায়!
হাসি আসবে পড়লে! শিক্ষণীয় বিষয়ও রয়েছে!
কিন্তু কত হাসমু তার লিমিট পাইলাম না!! ^^ ^^ ^^
দারুন হয়েছে । মিরাক্কেলে চলে যান এগুলো নিয়ে । লাফায়া লাফায়া আর রসাইয়া রসাইয়া বলবেন ।
চিনেননি?
মন্তব্য করতে লগইন করুন