হত্যার দায় বিচারপতি খায়রুল হক এড়াবেন কিভাবে?
লিখেছেন লিখেছেন খান জুলহাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৩:১৯ রাত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক চলমান সহিংসতা বা আন্দোলন যা ই বলি না কেন এতে যে হত্যাকান্ড হচ্ছে তা থেকে তিনি কিভাবে দায় মুক্তি পাবেন?
এ হত্যা, খুন ও গুমের জন্য তিনি কি দায়ী নয়? তার দেয়া রায়কে পুজি অবৈধ হাসিনা সরকার আজও জাতির অভিসাব হিসেবে টিকে আছে। দলীয় বিবেচনায় মিমাংসিত ইস্যুৎকে অমিমাংসায় রুপ দেয়ায় আজ এ সহিংসতা। অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙ্গে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়াসহ নানা অনিশ্চয়তার জন্য তার কি বিচার হওয়া উচিত নয়?
তা আমরা তার বিচার চাইতে এতো কার্পন্য করছি কেন? ইতিহাস তাকে ক্ষমা করবে? কখনো না। তিনি এ বিষয়ে এমন নাও দিতে পারনতেন। তা হলে আজ দেশের এ অবস্থা হত না।
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্বাচনে নামলে কি কোন ক্ষতি হত যেখানে ৬-৭ মাস আগে পর পর ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছিল ?
বিএনপি এখন সেই ভুলের মাশুল দিচ্ছে আর এর জন্য নিরীহ জনগনকে সাফার করাচ্ছে ।
বিচার হওয়া উচিত ২০ দলের সবার ।
এই বিশ দল দেশের জন্য এখন একটা বিষফোঁড়া হয়ে উঠেছে ।
মন্তব্য করতে লগইন করুন