আজব দেশঃ বললে সমস্যা, করলে সমস্যা নেই!
লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ নভেম্বর, ২০১৪, ০৫:৩৪:৫২ বিকাল
কিছু দিন আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছাত্রলীগকে দেয়া এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে হইচই শুরু হয়ে। বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এইচ টি ইমামের কঠোর সমালোচনা করেছে। তাকে নিয়ে নিজ দল আওয়ামী লীগেও এখন চাপা ক্ষোপ বিরাজ করছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যে কথা গুলো সেদিন বললেন। সেই কথা গুলো ৬ বছর যাবত পালন করে আসতে ছিলো। তখন কেউ এর প্রতিবাদ করেনি। বরং কেউ কেউ এই অপকর্মকে উৎসাহ দিয়েছেন। কিন্তু বলার পর এতো প্রতিবাদ হলো কেন?
এইচ টি ইমামের আগে আ: লতিফ সিদ্দিকী বিভিন্ন সময়ে ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে অনেক আগ থেকেই। কিন্তু তেমন প্রতিবাদ হয় নি। যখন বললেন অমনি সারা দেশে প্রতিবাদের আগুন।
এই দেশ আজবই বটে,করবেন কিন্তু বলবেন না । কোন বিতর্ক নয়। বলছেন তো মরছেন।
আজব দেশের নাগরিক আমরা!!!!!!!!!!
বিঃ দ্রঃ - আ: লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হয়েছে জয় অনুভুতিতে আঘাত হানার কারনে। অন্য কোন কারনে নয়।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন