যে তিনটা কাজ সকলের করা উচিৎ

লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ নভেম্বর, ২০১৪, ১২:২৪:২৪ দুপুর

¤ তিনটি জিনিস নিয়ন্ত্রনে রাখো।

রাগ, জিহবা, অন্তর।

¤ তিনটি জিনিসের জন্য যুদ্ধ কর- ধর্ম, দেশ, জাতি,।

¤ তিনটি জিনিস পবিত্র রাখো-

শরীর, পোশাক, আত্মা।

¤ তিনটি জিনিস প্রকৃত সম্পদ-

বিদ্যা, ভদ্রতা, ইবাদাত।

¤ তিনটি জিনিস প্রিয় জানো-

ঈমান, সত্যবাদিতা, অঙ্গীকার।

¤ তিনটি জিনিসের অভ্যাস কর-

নামাজ, জিহাদ, হালাল রুজি।

¤ তিনটি জিনিস চিন্তা করে ব্যাবহার কর-

কলম, কসম, কদম।

¤ তিনটি জিনিস থেকে দুরে থাকো-

মিথ্যা, অহংকার,অভিশাপ।

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285820
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
285821
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
নিভূ প্রদীপ লিখেছেন :
সুন্দর কিছু উপদেশ তুলে ধরায় আপনাকে অনেক ধন্যবাদ জানাইলাম।
285833
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
285845
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবগুলো নিয়ন্ত্রণে আছে
285852
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই তিনটি কেন ? চারটি বা ৫ টি বা ৭ টি কি হতে পারত না। তবে কথা গুলো চমৎকার। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
285861
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
285879
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
আফরা লিখেছেন : বলা যত সহজ মানা ততই কঠিন ।তবু মনে তো একটু হলে ভাবনার উদয় হয়েছে তার জন্য আপনাকে ধন্যবাদ । ইনশা আল্লাহ চেষ্টা করি ।
285881
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ভালো লাগলো খুব। Happy Happy অনেক ধন্যবাদ। Good Luck Rose Rose Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File