বাংলাদেশের প্রাথমিক ১২ কোটি বই ছাপাচ্ছে ভারত!

লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ নভেম্বর, ২০১৪, ০৯:৫৪:১৮ সকাল

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ লাখ বইয়ের প্রথম চালান ভারত থেকে বেনাপোল বন্দরে পৌঁছেছে।

প্রথম চালানে বই এসেছে ৩২ লাখ। ভারতে ছাপানো এসব বই সোমবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে পৌঁছে। এরপর মঙ্গলবার দুপুর ২টা থেকে বন্দরের ৪২ নাম্বার শেড থেকে এসব বই খালাসের কাজ শুরু হয়।

মঙ্গলবার বই পরিদর্শনে বেনাপোল বন্দরে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নুজহাত ইয়াসমিন বলেন, এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১২ কোটি বই ছাপানো হচ্ছে। ৯৫টি প্যাকেজে ২১টি মুদ্রণকারী প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের কাজ করছে।

এর মধ্যে ভারতের কৃষ্ণা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ৯০ লাখ বই ছাপানোর কাজ পেয়েছে। প্রথম চালানে ৩২ লাখ বই বেনাপোল বন্দর দিয়ে আসার পর মঙ্গলবার দুপুর থেকে এসব বই খালাস করা শুরু হয়েছে। টেন্ডার পাওয়া সব প্রতিষ্ঠানের বই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্দিষ্ট সময়ের আগেই বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাবে।

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, গত বছর ভারত থেকে তিন কোটি বই ছাপিয়ে আনা হয়।

বইও ভারত থেকে ছাপানো হয়। ভারতের অঙ্গরাজ্য হতে আর কি বাকী? এদেশের ছাপাখানার কি প্রয়োজন?

বিষয়: বিবিধ

৯৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285825
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
নিভূ প্রদীপ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
285888
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুড়ান খবর রে ভাই!!!!
দেশের সব শিল্পই এখন ধ্বংস।
286036
২০ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৩
নাবীল লিখেছেন : বাংলাদেশে কি চাপাখানার অভাব।
টাকা চোরের অভাব নাই।
আওয়ামীবের বন্ধু ভারত ।তাই চুরি করতে সুবিধা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File