অপকর্ম চাপা দেয়ার সেরা শ্লোগান জামাত-শিবির, জঙ্গিবাদ ও মৌলবাদ

লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৮ নভেম্বর, ২০১৪, ০৩:৫৫:০৯ দুপুর

দিন দিন শিক্ষাঙ্গনে অপকর্ম বেড়েই চলেছে। আর এই অপকর্ম চলছে প্রগতিশীলতার নামে। অর্থাৎ প্রগতিশীলতা মানেই নানা অপকর্ম। যৌন হয়রানি, শ্লালিনতাহানি, পর্নো ভিডিও তৈরীসহ নানা অশ্লীল কজে নেতৃত্ব দিচ্ছে প্রগতিশীলরা।

আর এই অপকর্ম করতে প্রতিপক্ষের রোষানলে পরে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তা হলে তা জামাত-শিবির, জঙ্গিবাদ ও মৌলবাদিরা করেছে বলে প্রচারণা চালানো হচ্ছে বর্তমান সময়ের সেরা শ্লোগান হিসেবে।

সম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক শফিউল ইসলাম লেলন নিজ বাসার কাছে খুন হন। খুন হওয়ার পর প্রগতিশীলরা এই হত্যাকান্ডের জন্য প্রথমে জামাত-শিবির ও পড়ে জঙ্গিদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু দিন যেতে না যেতে বের হয়ে আসে আসল ঘটনা।

শিক্ষকের বাসা থেকে ছাত্রী উদ্ধার ও মৃত্যুর সময়ও মোবাইল না ছাড়ার ঘটনা সবাইকে আসল ঘটনার দিকে নিয়ে যেতে বাধ্য করেছে।

একজন শিক্ষকের বাসা থেকে কেন হলে বসবাসকারী ছাত্রী আটক থাকবে। কেন? এটা কি অপকর্ম নয়?

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রগতিশীলতার নামে এ কি চলছে...........।

এর শেষ কোথায়...........

অপকর্ম চাপা দিতে আর কত কাল চলবে জামাত-শিবির, জঙ্গিবাদ ও মৌলবাদ নামের শ্লোগান?

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285548
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৪
মুিনর লিখেছেন : এ সুন্দর লেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের দেশে এখন যে যত বেশী বেয়াপনা, সন্ত্রাস, চাঁদাবাজী ও ধর্ষন করতে পারে সেই তত বেশী প্রগতিশীল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File