পাকিস্তানে মালালাবিরোধী দিবস!

লিখেছেন লিখেছেন খান জুলহাস ১১ নভেম্বর, ২০১৪, ১২:২৯:৪৪ দুপুর

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে পশ্চিমা বিশ্বে সাথে ইসলামের দুশমানরা যখন আনন্দে আত্নহারা। তখন বেশ্যাদের প্রতীক নোবেল বিজয়ী মালালার নিজ দেশ পাকিস্তানে তার বিরোধিতা করে মালালাবিরোধী দিবস পালন করেছে।

সোমবার ‘আই অ্যাম নট মালালা’ শিরোনামে এ দিবস পালন করা হয়। আয়োজকরা ‘স্যাটানিক ভার্সেস’ এর বিতর্কিত লেখক সালমান রুশদিকে সমর্থন করায় মালালার বিরুদ্ধে এ দিবস পালন করেছে বলে জানা গেছে।

‘অল পাকিস্তান প্রাইভেট স্কুল ফেডারেশন’ নামের একটি সংগঠন দিবসটি উপলক্ষে সভা ও সেমিনারের আয়োজন করে।

সংগঠনটি জানায়, “মালালা ইউসুফজাই বিতর্কিত লেখক সালমান রুশদির ‘সালমান রুশদিস আইডিয়োলজিক্যাল ক্লাব’ এর সদস্য। মালালা তার লেখা বইটিতে রুশদির লেখাকে মতপ্রকাশের স্বাধীনতা বলে সমর্থন জানিয়েছে। ‘স্যাটানিক ভার্সেস’ লিখে ইসলাম অবমাননা করেছে রুশদি।”

শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী তার প্রসিদ্ধি থাকলেও পাকিস্তানিরা তাকে পশ্চিমাদের চর বলে ধারণা করে থাকে। টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, আয়োজক সংগঠনের ব্যানারে লেখা রয়েছে –‘আই অ্যাম নট মালালা। আই অ্যাম মুসলিম। আই অ্যাম পাকিস্তানি।’

আয়োজক সংগঠন জানায়, “মালালার লেখা বইতে সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। এই রুশদির বিরুদ্ধেই ২০ বছর আগে ইরানের এক ধর্মীয় নেতা হত্যার ফতোয়া দিয়েছিলেন।”

সংগঠনটি তাদের স্কুলগুলোতে মালালার আত্মজীবনীমূলক বই ‘আই অ্যাম মালালা’ বইটি নিষিদ্ধ করেছে। তাদের অভিযোগ বইটিতে ইসলাম ও পাকিস্তানবিরোধী চিন্তাধারার সংযোজন ঘটেছে।

প্রসঙ্গত, নারী শিক্ষার পক্ষে কাজ করার জন্য ২০১২ সালে তালেবানদের গুলির শিকার হন মালালা।–হাফিংটন পোস্ট

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283190
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুলিবিদ্ধ হওয়ার পুর্বেই তার লিখাগুলির ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল। তার বইটা সেই সন্দেহ কে আরো নিম্চিত করেছে।
283194
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
খান জুলহাস লিখেছেন : ঠিক বলেছেন সবুজ ভাই
283206
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
হতভাগা লিখেছেন : পোস্ট ডাবল হয়ে গেছে

মুসলমান হয়েও ইসলাম ধর্মকে অবমাননা করলে পশ্চিমাদের দৃষ্টি খুব সহজেই আকর্ষন করা যায় ।

এক্ষেত্রে মহিলা হলে ব্যাপারটা বুস্টার হিসেবে কাজ করে।

তসলিমার চেয়ে মালালা সাকসেস ফুল এক্ষেত্রে
283207
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : ফাঁকিস্তানে হবে না তো কোথায় হবে?
283228
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
ফেরারী মন লিখেছেন : ওকে নিয়ে তো পশ্চিমা বিশ্ব খেলছে। মুসলমানদের এ খেলায় তাল দিলে তো চলবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File