অবিচারের মাধ্যমে কলঙ্কিত হল ইতিহাস

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৯ অক্টোবর, ২০১৪, ০৩:৫১:১২ দুপুর

অবশেষে নিজামীর প্রতি বিচার নয় অবিচার করা হল। আর এই অবিচারের মাধ্যমে কলঙ্কিত করা হল ইতিহাসকে। তবে এই ইতিহাস পর প্রজন্মের কাছে ইসলামী আন্দোলনের প্রেরণা জোগাবে বটে।

আর ইতিহাসের শেষ নেই। দিন যাবে আর ইতিহাস নিজ গতিতে সমৃদ্ধ হবে। স্বাক্ষী দিবে এই অবিচারের বিরুদ্ধে। জুলুম অত্যাচারের বিরুদ্ধে।

যারা ইসলামি আন্দোলনকে বাংলার বুক থেকে মুছে দিতে চায়। তাদের জানা উচিৎ নমরুদ ও ফেরাউন হাসিনার চেয়েও বেশি ক্ষমতাবান ছিল টিকতে পারে নি। হাসিনাও পারবে না।

বিষয়: রাজনীতি

৮৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279332
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
ইবনে আহমাদ লিখেছেন : অবিচার করা হল - একমত।
279341
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৮
অনেক পথ বাকি লিখেছেন : জামায়াতের রাজনীতিকে নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য।
279357
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৮
খান জুলহাস লিখেছেন : আসলে এরা জামায়াতকে নয় ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করতে চায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File