জানাযা নিয়ে বাংলানিউজের মিথ্যাচার
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৬ অক্টোবর, ২০১৪, ০৮:৪১:৩৪ রাত
গত কাল অধ্যাপক গোলাম আজমের জানাযা নিয়ে বাংলানিউজ একটি নিউজ ছেপেছে। তাতে একটি অস্পষ্ট ছবি দিয়ে বলা হচ্ছে গোলাম আযমের কাফনে নাকি জুতা নিক্ষেপ করছে একজন চেতনা গজারি।
শুধু বাংলানিউজ-ই নয় এমন খবর ছেপেছে কালের কণ্ঠও।
এখন আমার প্রশ্ন লাশের কফিনের পাশে ছিল গোলাম আযমের ছেলে এবং শিবিরের নেতাকর্মীরা।
যে শিবির দেশে এত মানুষ মারছে (কথিত) যারা প্রশিক্ষন প্রাপ্ত শিবির এমন একটি খাদ্য হাতে পেয়ে ছেড়ে দিল?
কল্পনাও করা যায় না।
কিন্তু এমন নিউজ কেন ছাপল বাংলানিউজ। কারণ ভবিষ্যতে এ নিয়ে রাজনীতি করবে বল।
কারণ তাদের জাতির পিতা ও দেশের তেরতম ওলীর পিতার জানাযায় পাওনাদার ও গাজা খাওয়ার সহকর্মীসহ মোট লোক ছিল ১৭ জন।
আর কুখ্যাত রাজাকার গোলাম আযমের জানাযায় লাখো মানুষের উপস্থিতি। একটু তো হিংষা হবেই।
এতো অপপ্রচার মিথ্যা মামলায় কারাবন্দিসহ নানা অত্যঅচারের পরও জানাযায় এতো মানুষ ওদের ঘুম হারাম করেছে।
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর দেয়া কোটি কোটি টাকা বিফলে গেছে।
তাই মরন কামড় দিছে বাংলানিউজ ও কালেরকণ্ঠকে।
এমন হলুদ সাংবাদিকতা পতন হোক। এটাই আমাদের কামনা।
বিষয়: রাজনীতি
১২০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি কষ্ট করে তাদের ঐ আবর্জনার যে ভাবে বিচার বিশ্লেষন করেছেন - এখন তো মনে হচ্ছে মানুষজন পত্রিকাদুটোকে 'বায়োগ্যাস এর ডাইজেস্টার' ভাববে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন