বাংলায় প্রতিবাদ

লিখেছেন লিখেছেন ডালিম কুমার ২৫ অক্টোবর, ২০১৪, ০১:০৪:৪০ রাত

করে বন্দি তমসা বৃত্তে

বলছ উদ্ভাস হোক,

নালয়ে বৈঠা, ভাসিয়েছ তরী

পনের কোটি লোক।

বুলি লিপ্সায় প্রাণ বিলাল

অমর রফিক সেনা,

তোমরা বসেছ তারই গদিতে

আসন নাকরে চেনা!

হাল ধরেছে তরুন-যুবক

জানেনা সঠিক দিক,

কম্পাস বুঝেনা,তবু কেন

আমরা বলি নাবিক?

ডাক গুঁড় গুঁড় বাদলা দিনে

বসায়েছ বইয়ের মেলা,

বাংলা একাডেমিতে সারাটি বছর

কেন তবে অবহেলা?

আমরা মজেছি অগ্নিবীনায়

বিষের বাঁশির সুরে,

মাস্তুল তবে আমাদের লয়ে

ছুঁটেছে এ কোন দূরে!

শহীদ মিনারে ফুলের গন্ধে

নিধ ভুলিবার ডর,

বাকী দিনগুলো অকাল হল

বাংলাকে বলি 'মর'।

বিনভাষী থাবার চোটে

বাংলা মলিন স্বাপদ,

শুদ্ধ করে বাংলা বলায়

ছিলকি বল বিপদ?

বাংলা আমায় ভাত দেয়না

ইংরেজিতে ছুঁটি,

বিহারি মুখে তবে কেন

প্রাণের বাংলা জুটি?

ড্যান মজেনার মুখে শুনি

বাংলার জয়গান,

তোমার ছেলে ছুঁটছে কেন

ইংরেজি বলে মান!

শেষ অবদি জাগবে বাঙ্গাল

সম্মানটুকু গুঁছতে,

ঐ দেখ শুনি, কে যেন বলে

স্ববাক বুলি মুঁছতে।

বনলতার বাংলা ভাষায়

কেউ দিওনা হাত,

চড়িয়ে-চিটিয়ে রয়েছি তবু

করব বাংলায় উৎপাত।

বিষয়: সাহিত্য

৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File