গভীর ঘুমে মঘ্ন টুডে ব্লগের মডু মহাদয়গন ও ফক্রুল সাব একই সুতোয় গাঁথা। ) )
লিখেছেন লিখেছেন সাম্য বাদী ২২ নভেম্বর, ২০১৪, ০৫:৩৮:৩৪ বিকাল
গভীর ঘুমে মঘ্ন টুডে ব্লগের মডু মহাদয়গন ও মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব। আমার মনে হয় মডু এবং ফক্রুল সাব একই সুতোয় গাঁথা। কারন কাজে কর্মে ও আচরনে তাই বুঝা যাচ্ছে। আপনারা আসলে কোথায়?
মডু মহাদয় আপনাদের ঘুম ভাংবে কবে? নাকি জেগে জেগে ঘুমাচ্ছেন। যার জন্য অনেক কিছু দেখে ও দেখেন না। আপনাদের ব্লগের নীতিমালা নামের একটি জড় পদার্থ আছে। এটা আসলে কিসের জন্য, কাদের জন্য? নাকি এটা শুধু লোক দেখানো? আপনারা কি আছেন ধর্মীয় ইস্যু নিয়ে আলোচনা না হয়ে হয় নোংরা কাদা ছোড়াছুড়ি নাস্তিকতার নামে কিছু মানুষ ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কিছু তাই সামুর মডারেটরদের প্রতি অনুরোধ ব্লগের পরিবেশ ঠিক রাখার জন্য ব্লগের সুনাম রক্ষা করার জন্য এই ধরণের ব্লগারদের আইপিসহ ব্যান করে দিন।
এই হচ্ছে আপনাদের নীতিমালা।
আর তাই যদি হয়ে থাকে তাহলে এই মন্তব্যটি বহাল থাকে কি ভাবে? এই
এই মন্তব্যটি বহাল থাকে কি ভাবে? আপনাদের নীতিমালা কোথায়?
এই ব্লগারের উদ্দেশ্য কি?
আর মিস্টার ফক্রুল সাহেব আপনি কোথায়? আপাকে খুজতে খুজতে অনেকেই হয়তো হারিকেন ভেঙ্গেছে। আপনার ধর্মীয় অনুভূতি আজকে কোথায়? নাকি খাঁটি সরিষার তেল লাগিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন? আপনার উলঙ্গপনা এই ব্লগ বার বার দেখেছে। কিন্তু আপনি সব সময় নিজেকে এই ব্লগের এক মাত্র নবী প্রেমিক এবং মুসলমান হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যকে ঘায়েল করতে আপনি ১৮+ পোস্ট দিতেও আপনার বিবেকে বাঁধে না। অবশ্য বিবেক থাকলে তো? আপনি তো হচ্ছেন প্রিপেইড এজেন্ট। বড়ই আপসোসের বিষয় হচ্ছে ব্লগে যখন কিছু নাস্তিক নামধারী ইসলামী বিদ্বেষীরা আল্লাহ ও সাসুল (সঃ) কে নিয়ে কটূক্তি করে তখন আপনার নিরব ভুমিকায় আপনার পরিচয় প্রকাশ পায়।
বিষয়: বিবিধ
১৬৫১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজে ভালো কিছু লিখুন তাহলেই সেসব কর্পূরের মত উবে যাবে।
আপনি লিখেছেন আমি মডুদের বিপক্ষে লিখেছি। অবশ্যই আমি যা লিখেছি তার সাথে তো আপনি কোন যুক্তি না দিয়ে উল্টো ব্যাক্তি আক্রমন করেছেন। আমার লেখাটা হচ্ছে নীতিমালা প্রসঙ্গে। আপনার চোখে সেটা পড়ে নাই। আমার আল্লাহ আর রাসুল (সঃ) কে কেউ কটূক্তি করবে আর কিছু লোক তাদের সুযোগ দিবে তা আমি মেনে নিব না। আমার এই লেখা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে।
আর ফখ্রুল সাহেব নিজেকে নিজেকে অনেক বড় নবী প্রেমী মনে করে থাকেন। যেখানে আল্লাহ কে নিয়ে এই রকম কুরুচি পূর্ণ মন্তব্য হয়েছে আর উনার নিরব ভুকিকায় আমার এই পোস্ট।
কিন্তু আমার বুঝে আসতেছেনা। আপনার চেতনায় আঘাত লাগলো কেন? নাকি আপনি ফক্রুলের মাল্টি?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
11
মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম। সুরা হুজরাত : ১১ ।
আল্লাহকে ভয় করুন ।
আমি আলোচিত পোস্টটায় কমেন্ট করেছি । কিন্তু পরে অফিস হতে এসে দেখলাম এই নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্য করে গিয়েছে । আর পোস্টদাতা সে সব মন্তব্য মুছেননি ।
আমি আমার করণীয় হিসেবে এই লেখাটা লিখেছি : “নাস্তিকতা, মৌলবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগ ও ব্লগার প্রতিরোধ দিবস” পালন করার গুরুত্ব ও তাৎপর্য http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560 আপনাদের উচিত আমার ডাকে সারা দেওয়া ।
আমার আর বিশেষ কিছু বলার নেই ।
এর উত্তরে বলছি, আমি নিয়মিত বা প্রতিদিন এই সাইট ভিজিট করি । প্রায় প্রতি সপ্তাহেই লেখা দেই । আমার ব্যস্ততা থাকার কারণে খুব কম ব্লগারের লেখাতেই মন্তব্য করি । তবে মাঝে মধ্যে অনেক লেখায় মন্তব্য করি । এই লিংকে যেয়ে আমার সর্বশেষ লেখাটা পড়ার জন্য অনুরোদ করছি ।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560
আমাদের দাবী একটাই,
ধর্মদ্রোহী মুক্ত ব্লগ চাই।
আমাদের দাবী একটাই,
ধর্মদ্রোহী মুক্ত বাংলাদেশ চাই।
“নাস্তিকতা, মৌলবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগ ও ব্লগার প্রতিরোধ দিবস” পালন করার গুরুত্ব ও তাৎপর্য - শিরোনামে আমার লেখাটা পড়ুন । আমার নামটা বিকৃতভাবে লিখে গুনাহ কামাই করলেন ।
আমি আলোচিত পোস্টটায় কমেন্ট করেছি । কিন্তু পরে অফিস হতে এসে দেখলাম এই নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্য করে গিয়েছে । আর পোস্টদাতা সে সব মন্তব্য মুছেননি ।
আমি আমার করণীয় হিসেবে এই লেখাটা লিখেছি : “নাস্তিকতা, মৌলবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগ ও ব্লগার প্রতিরোধ দিবস” পালন করার গুরুত্ব ও তাৎপর্য http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560 আপনাদের উচিত আমার ডাকে সারা দেওয়া ।
আমার আর বিশেষ কিছু বলার নেই ।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِّن قَوْمٍ عَسَى أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاء مِّن نِّسَاء عَسَى أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ
11
মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম। সুরা হুজরাত : ১১ ।
এবার দেখেন তাহাদের পিরিতি ।
এবার দেখেন তাহাদের পিরিতি ।
আমি নাস্তিকতার বিরোদ্ধে সোচ্চার । কিন্তু আমি খুব কম সময়ই নেটে বসার সুযোগ পাই । আমার কর্মক্ষেত্রে নেট আর স্মার্ট ফোন ব্যবহার করা অগ্রহণযোগ্য । সুতরাং আমি চাইলেও নাস্তিকদের সব বিষয় লক্ষ্য রাখা তো দুরে থাক তাদের মন্তব্য বা পোস্ট পড়ারও সময় পাই না ।
এজন্য আপনাদের উচিত সর্বাত্মকভাবে জোড়াল অবস্হান গ্রহণ করা ।
মুক্তিযোদ্ধার কন্যা তার এক মন্তব্যে বিয়ে বা শাদী প্রসঙ্গ এনেছিলেন । এই ব্যাপারটাও আমি ঠিকভাবে বুঝতে পারি নাই । মোহাম্মদ বলতে আমি বুঝেছিলাম আমাকে হয়ত তিনি বলেছেন । কারণ ব্লগে অনেকেই আমার অবিবাহিত অবস্হা নিয়ে প্রায়ই মন্তব্য করেন ।
আমার নামের অংশ মোহাম্মদ হওয়ায় অনেক বিদেশীই আমাকে মোহাম্মদ বলে থাকে । আবার অনেকে ইসলামও বলে থাকে । বিষয়টা বিভ্রান্তিকর হওয়ায় আমি নিজেকে ফখরুল বলেই ডাকার অনুরোদ করি । বাংলাদেশে অনেকেই বলে থাকেন আমার নামটা ব্যকরণগতভাবে অশুদ্ধ । দেখুন, নাম তো আমি নিজে রাখি নাই । এটা আমার বাবা-মা সমাজের আলেমদের দাওয়াত করে আকিকা দিয়ে রেখেছেন ।
আমি কওমী মাদ্রাসা ও ইসলামী সংগঠণের অনেক তথ্য উপস্হাপন করেছি যেগুলো ১০০% সত্য । আপনি নিজে যাচাই করতে পারেন । উপরন্তু আমি নিজেই এক সময় ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম । সুতরাং আমি এসব বিষয়ে সাংগঠনিক কারণেই জ্ঞাত ছিলাম ।
এই লিংকে যেয়ে আমার সর্বশেষ লেখাটা পড়ার জন্য অনুরোদ করছি ।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560
আমাদের অবশ্যই আমাদের রাসুল, উম্মতের কান্ডারী ও শেষ বিচারের দিনে শাফায়াতকারী মুহাম্মদ (সা)- এর নাম শুনলে ও নাম লিখা পেলেই দুরুদ পড়তে হবে : সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । কারণ আল্লাহ বলেছেন :
রত্যক্ষ করেন।
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর। সুরা আহযাব : ৫৬ ।
আর এখানে এই ছবি স্নাপ গুলো দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না। দিয়েছি আপনার একটা পোষ্ট পড়ে অনুপ্রানিত হয়ে। সেখানে আপনি যুক্তি দেখিছেন জামাতের সাথের এবং তাদের নেতাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক রয়েছে তাই তারা ইসলামী দল না, আর আমি এখানে আপনার এবং আপনার কমেন্টস এর সাথে, আপনার মতাদর্শের সাথে একজন নাস্তিকের মিল দেখিয়েছি। এবার বুঝতে পারছেন নিশ্চয় আপনার যুক্তি গুলো কতটা অসাড় আর অযুক্তিক।
আপনার যুক্তি গুলো যদি সঠিক বলে ধরে নেই, তবে আপনার প্রতি অনুরোধ থাকবে যে কোন লেখা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বেন। তার পর ও যদি না বুঝেন আবার ও পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন। যাহাতে ঐ লেখার ভুল ব্যাখ্যা বা অর্থ গ্রহণ করতে না হয়। আর এই জন্যই মনেহয় আপনার লেখাগুলো পড়লে আমার খুব হাঁসি পায়, কেমন যেন জোকস জোকস মনেহয়। আপনার এক একটা লেখা পড়লে, মনে ১০০টা করে প্রশ্নের জন্ম হয়।
ছোটখাট মতের অমিলের জন্য নিজেরা নিজেরা মারামারি করে ইসলামের দুশমনদের সুযোগ করে দিবেন না, নাস্তিকদের হাতের অস্র হবেন না। আল্লাহ্ যেন আমাদের কে নাস্তিক – মুরতাদদের হাতের লাঠি না করেন। আমীন ।
মনে রাখবেন যে সঠিক পথে চলার নিয়তে পথ খুঁজে আল্লাহ্তায়ালা তাকে পথ দেখান। আর যার শয়তানি করার উদ্দেশ্য থাকে সেই শয়তানীই করে যাবে, সঠিক পথ খুঁজে পাবে না।
আমি নাস্তিকতার বিরোদ্ধে সোচ্চার । কিন্তু আমি খুব কম সময়ই নেটে বসার সুযোগ পাই । আমার কর্মক্ষেত্রে নেট আর স্মার্ট ফোন ব্যবহার করা অগ্রহণযোগ্য । সুতরাং আমি চাইলেও নাস্তিকদের সব বিষয় লক্ষ্য রাখা তো দুরে থাক তাদের মন্তব্য বা পোস্ট পড়ারও সময় পাই না ।
এজন্য আপনাদের উচিত সর্বাত্মকভাবে জোড়াল অবস্হান গ্রহণ করা ।
মুক্তিযোদ্ধার কন্যা তার এক মন্তব্যে বিয়ে বা শাদী প্রসঙ্গ এনেছিলেন । এই ব্যাপারটাও আমি ঠিকভাবে বুঝতে পারি নাই । মোহাম্মদ বলতে আমি বুঝেছিলাম আমাকে হয়ত তিনি বলেছেন । কারণ ব্লগে অনেকেই আমার অবিবাহিত অবস্হা নিয়ে প্রায়ই মন্তব্য করেন ।
আমার নামের অংশ মোহাম্মদ হওয়ায় অনেক বিদেশীই আমাকে মোহাম্মদ বলে থাকে । আবার অনেকে ইসলামও বলে থাকে । বিষয়টা বিভ্রান্তিকর হওয়ায় আমি নিজেকে ফখরুল বলেই ডাকার অনুরোদ করি । বাংলাদেশে অনেকেই বলে থাকেন আমার নামটা ব্যকরণগতভাবে অশুদ্ধ । দেখুন, নাম তো আমি নিজে রাখি নাই । এটা আমার বাবা-মা সমাজের আলেমদের দাওয়াত করে আকিকা দিয়ে রেখেছেন ।
আমি কওমী মাদ্রাসা ও ইসলামী সংগঠণের অনেক তথ্য উপস্হাপন করেছি যেগুলো ১০০% সত্য । আপনি নিজে যাচাই করতে পারেন । উপরন্তু আমি নিজেই এক সময় ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম । সুতরাং আমি এসব বিষয়ে সাংগঠনিক কারণেই জ্ঞাত ছিলাম ।
এই লিংকে যেয়ে আমার সর্বশেষ লেখাটা পড়ার জন্য অনুরোদ করছি ।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560
আমাদের অবশ্যই আমাদের রাসুল, উম্মতের কান্ডারী ও শেষ বিচারের দিনে শাফায়াতকারী মুহাম্মদ (সা)- এর নাম শুনলে ও নাম লিখা পেলেই দুরুদ পড়তে হবে : সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । কারণ আল্লাহ বলেছেন :
রত্যক্ষ করেন।
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর। সুরা আহযাব : ৫৬ ।
প্রথমত আমি আপনাকে আপনার রাজনীতিক পরিচয় জিজ্ঞেস করিনি, এখানে আলোচনা হচ্ছিলো ইসলাম এবং মুসলমান হিসাবে আমাদের পর্যালোচনা, আমাদের সাথে ইসলাম বিদ্বেষীদের কততুকু মিল আর বেমিল। আর এখানে আপনি আপনার রাজনিতিক পরিচয় দিলেন, ভাল। মানুষ সাধারণত কোন না কোন উদ্দেশ্য নিয়েই অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করে। আপনি ও এইখানে আপনার রাজনীতিক পরিচয় দিয়েছেন একটি হীন মতলব নিয়ে, যেটা আমি কনফার্ম। আমি ও এখানে আমার পরিচয় দিচ্ছি “ আমি একসময় ছাত্র ইউনিয়ন, পরে ছাত্র লীগ করতাম।
আর এখানে এই ছবি স্নাপ গুলো দেওয়ার কোন ইচ্ছা আমার ছিল না। দিয়েছি আপনার একটা পোষ্ট পড়ে অনুপ্রানিত হয়ে। সেখানে আপনি যুক্তি দেখিছেন জামাতের সাথের এবং তাদের নেতাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক রয়েছে তাই তারা ইসলামী দল না, আর আমি এখানে আপনার এবং আপনার কমেন্টস এর সাথে, আপনার মতাদর্শের সাথে একজন নাস্তিকের মিল দেখিয়েছি। এবার বুঝতে পারছেন নিশ্চয় আপনার যুক্তি গুলো কতটা অসাড় আর অযুক্তিক।
আপনার যুক্তি গুলো যদি সঠিক বলে ধরে নেই, তবে আপনার প্রতি অনুরোধ থাকবে যে কোন লেখা পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বেন। তার পর ও যদি না বুঝেন আবার ও পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন। যাহাতে ঐ লেখার ভুল ব্যাখ্যা বা অর্থ গ্রহণ করতে না হয়। আর এই জন্যই মনেহয় আপনার লেখাগুলো পড়লে আমার খুব হাঁসি পায়, কেমন যেন জোকস জোকস মনেহয়। আপনার এক একটা লেখা পড়লে, মনে ১০০টা করে প্রশ্নের জন্ম হয়।
ছোটখাট মতের অমিলের জন্য নিজেরা নিজেরা মারামারি করে ইসলামের দুশমনদের সুযোগ করে দিবেন না, নাস্তিকদের হাতের অস্র হবেন না। আল্লাহ্ যেন আমাদের কে নাস্তিক – মুরতাদদের হাতের লাঠি না করেন। আমীন ।
মনে রাখবেন যে সঠিক পথে চলার নিয়তে পথ খুঁজে আল্লাহ্তায়ালা তাকে পথ দেখান। আর যার শয়তানি করার উদ্দেশ্য থাকে সেই শয়তানীই করে যাবে, সঠিক পথ খুঁজে পাবে না।
ব্যস্ততার কারণে ব্লগ সাইটে সব প্রশ্নের উত্তর দিতে পারছি না ।
উপরন্তু আমি সব বিষয়ে জানবো - এমনও নয় । আর আমি কখনো বলি নাই, আমি সব বিষয়ে বিশেষজ্ঞ ।
আপনার লেখা এক মন্তব্যে ইয়াজিদ ও ইমাম হুসাইন ( রা ) এসেছে । এই ব্যাপারে আমি আরো পড়াশোন করছি । পড়াশোনা করেই আমি আপনার প্রশ্নের উত্তর দিবো । কারণ আমার উত্তর বা তথ্যের ভুল থাকলে আমরা সবাই-ই বিভ্রান্ত হতে পারি । আইএস সম্পর্কে আমি আমার অভিমত প্রকাশ করেছি মাত্র । আপনার যদি আমার অভিমত ভাল না লাগে তাহলে আপনার উচিত আইএস সম্পর্কে সত্য ও বস্তুনিষ্ট তথ্য তুলে ধরা । এর ফলে আমরা সবাই সঠিক জিনিসটা জানতে পারবো ।
এই লিংকে যেয়ে আমার সর্বশেষ লেখাটা পড়ার জন্য অনুরোদ করছি ।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/57560
আমি এই ব্লগ সাইট নিয়মিত বা প্রতি দিনই ভিজিট করি । আমি কোন সিন্ডিকেট ব্লগিং করি না । আমি শুধুমাত্র আমার দৃষ্টিভঙ্গি ও অভিমত প্রকাশ করি ।
মন্তব্য করতে লগইন করুন