মডু মহাদয়গন দয়া করে জেগে জেগে মডারেশন করুন। Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন সাম্য বাদী ১৭ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:১৪ সকাল

ব্লগার হিসেবে আমি নতুন। কিন্তু ব্লগ পড়ি সেই সোনার বাংলা ব্লগ থেকেই। সেই বিবেচনায় ব্লগের অনেক বিষয় সম্পর্কে কিছুটা অবগত।

প্রতিদিন ব্লগ ওপেন করেই ১ম পাতা পড়ে নেই। তারপর ক্রমান্বয়ে নির্বাচিত ব্লগগুলো। আজকেও তার ব্যাতিক্রম নয়। কিন্তু আজকের নির্বাচিত ব্লগ পড়তে এমন একটা ব্লগ চোখে পড়ল, জাতে পড়ার কিছুই ছিল না। আমি তো টাস্কি খাইলাম এই ব্লগ নির্বাচিত হল কি করে?

গুগুল মামার কল্যাণে কিছু ফটো সংগ্রহ করে তার পর ব্লগে দিলেই সেটা নির্বাচিত হতে পারে এটা জানা ছিল না।

আমার প্রশ্ন মডুমহাদয়ের কাছে এমন কোন বৈশিষ্ট্য ছিল এই পোস্টে যার জন্য আপনারা এই ব্লগটাকে নির্বাচিত করেছেন।

এবার দেখি পোস্ট টা কেমন ছিল।







এবার আসুন মন্তব্য গুল কিছু দেখি তার পর আপনারা এই ব্লগের মান নির্ধারণ করুন।







Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking ThinkingSurprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285128
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
কাহাফ লিখেছেন :
আপনার লেখনী পড়লাম! একজন সাধারণ ব্লগ পাঠক ও মন্তব্যকারী হিসেবে নিজের অস্তিত্ব জানান দিলাম আপনার ব্লগাংগিনায়!
'চিন্তার বিষয়' সুন্দর ভাবে তুলে ধরেছেন!
ধন্যবাদ আপনাকে..... Praying Praying Praying
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১০
228457
সাম্য বাদী লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
285132
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
মোস্তফা সোহলে লিখেছেন : ভুল করে দিয়েছে হয়তো
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
228467
সাম্য বাদী লিখেছেন : Surprised Surprised Surprised
হুম ঠিক ধরছেন তাইতো অনেক দামি ব্লগাররের পোস্ট চাপা পড়ে রয়। Tongue
285144
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
আবু ফারিহা লিখেছেন : ধন্যবাদ অাপনাকে যথার্থ একটি বিষয় উপস্হাপন করার জন্যে । অাসলে অামরা অনেকেই শুধু মন্তব্য দেয়ার উদ্দেশ্যে মন্তব্য করি। চিন্তা করার সময় খুব কমই পাই। এ ব্যপারে মডুদের ভাবা উচিত।
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
228483
সাম্য বাদী লিখেছেন : সুন্দর আর সুচিন্তিত মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের মডারেটর গন একটু হুজুগি মনে হচ্ছে। Love Struck Love Struck Love Struck Love Struck
285153
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। আপনার কথা যেমন ঠিক তেমনি ওই পোষ্টে পোষ্টদাতা ও মন্তব্যকারী বাচ্চাদের উৎসাহ দেয়াটাও ব্লগ কর্তৃপক্ষের কর্তব্যের ভিতর পড়ে। কারণ তারা সবসময় মন্তব্যের মাধ্যমে ব্লগটাকে সচল রেখেছে। মাঝে মাঝে এরকম দুই একটা পোষ্ট নির্বাচিত পাতায় গেলে বোধহয় আমাদের তেমন ক্ষতি হবে না। তবে কর্তৃপক্ষের আরো সতর্কতার সহিত মডারেট করা উচিত বলে মনে করি।
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
228509
সাম্য বাদী লিখেছেন : জী আপনাকে ধন্যবাদ। এমন কিছু পোস্ট আছে পোস্টের চেয়েও মন্তব্য গুল অনেক রিচ। সে জন্য কোন পোষ্টকে নির্বাচিত করলে কোন সমস্যা নাই। কারন এই ব্লগে এমন কিছু ব্লগার আছেন যাদের একটি মন্তব্য বিশ্লেষণ করার সাধ্য আমার মত সাধারণ পাঠকের নেই। তাঁদের মধ্যে নজরুল ইসলাম টিপু ভাই প্রবাসী মজুমদার ভাই।

সেই দিক বিবেচনা করলে এই ব্লগের কোন কিছু নিবাচিত হবার দাবী রাখেন না।

আমি যাদের মন্তব্যগুলো তুলে ধরেছি, তাঁদের লেখা আমি পড়ে থাকি অনেক গুলি ব্লগার উনারা। এই ব্লগকে মাতিয়ে রাখেন উনারা আমি উনাদের উপর শ্রদ্ধা রেখেই এই পোস্ট দিয়েছি।
শুধু মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষণের জন্য।
আপনাকে ধন্যবাদ।
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০১
228510
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার সাথে ১০০ ভাগ সহমত। নজরুল ইসলাম টিপু ভাই, প্রবাসী মজুমদার ভাই, আব্দুল মান্নান মুন্সি ভাই, ফখরুল ভাই, লোকমান ভাই সহ আরো অনেক ভাইদের মন্তব্য এবং লেখা আমার অনেক ভালো লাগে।
285189
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
এস এম আবু নাছের লিখেছেন : বলার ভাষা নেই।
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
228578
সাম্য বাদী লিখেছেন : ধন্যবাদ।
285202
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
ওমর শরীফ লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Nail Biting
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫০
228579
সাম্য বাদী লিখেছেন : এতো ভাবেন ক্যারে? আপনার কি বউ মারা গেলনি?
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
228655
ওমর শরীফ লিখেছেন : ভাবতাছি আপনে এতো সুন্দর করে ভাবলেন কেমনে! আসলেইতো মডুরা ঘুমাইতেছে। আর বউতো বিয়া না করতেই মইরা গেছে। তাই ভাবতেছি এখন কি করমু Day Dreaming
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
228659
সাম্য বাদী লিখেছেন : আহারে বেচারা। তাইলে আরেকটা খুইজ্জা লন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File