মডু মহাদয়গন দয়া করে জেগে জেগে মডারেশন করুন।
লিখেছেন লিখেছেন সাম্য বাদী ১৭ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:১৪ সকাল
ব্লগার হিসেবে আমি নতুন। কিন্তু ব্লগ পড়ি সেই সোনার বাংলা ব্লগ থেকেই। সেই বিবেচনায় ব্লগের অনেক বিষয় সম্পর্কে কিছুটা অবগত।
প্রতিদিন ব্লগ ওপেন করেই ১ম পাতা পড়ে নেই। তারপর ক্রমান্বয়ে নির্বাচিত ব্লগগুলো। আজকেও তার ব্যাতিক্রম নয়। কিন্তু আজকের নির্বাচিত ব্লগ পড়তে এমন একটা ব্লগ চোখে পড়ল, জাতে পড়ার কিছুই ছিল না। আমি তো টাস্কি খাইলাম এই ব্লগ নির্বাচিত হল কি করে?
গুগুল মামার কল্যাণে কিছু ফটো সংগ্রহ করে তার পর ব্লগে দিলেই সেটা নির্বাচিত হতে পারে এটা জানা ছিল না।
আমার প্রশ্ন মডুমহাদয়ের কাছে এমন কোন বৈশিষ্ট্য ছিল এই পোস্টে যার জন্য আপনারা এই ব্লগটাকে নির্বাচিত করেছেন।
এবার দেখি পোস্ট টা কেমন ছিল।
এবার আসুন মন্তব্য গুল কিছু দেখি তার পর আপনারা এই ব্লগের মান নির্ধারণ করুন।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখনী পড়লাম! একজন সাধারণ ব্লগ পাঠক ও মন্তব্যকারী হিসেবে নিজের অস্তিত্ব জানান দিলাম আপনার ব্লগাংগিনায়!
'চিন্তার বিষয়' সুন্দর ভাবে তুলে ধরেছেন!
ধন্যবাদ আপনাকে.....
হুম ঠিক ধরছেন তাইতো অনেক দামি ব্লগাররের পোস্ট চাপা পড়ে রয়।
সেই দিক বিবেচনা করলে এই ব্লগের কোন কিছু নিবাচিত হবার দাবী রাখেন না।
আমি যাদের মন্তব্যগুলো তুলে ধরেছি, তাঁদের লেখা আমি পড়ে থাকি অনেক গুলি ব্লগার উনারা। এই ব্লগকে মাতিয়ে রাখেন উনারা আমি উনাদের উপর শ্রদ্ধা রেখেই এই পোস্ট দিয়েছি।
শুধু মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষণের জন্য।
আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন