ব্লগের ১ম পোস্ট।
লিখেছেন লিখেছেন সাম্য বাদী ০১ নভেম্বর, ২০১৪, ০২:৫৭:১৩ দুপুর
ব্লগে আমার পথ চলা শুরু। অনেক দিন থেকেই ব্লগে আসা যাওয়া। কিন্তু ব্লগার হিসেবে আজকেই ১ম আসলাম। এতো দিন শুধু গুনি ব্লগারদের পোস্ট পড়েছি। সেখান থেকেই অনুপ্রেরনা।
আমাকে আপনাদের কাতারে শামিল করে নিন। আপনাদের কাছে থেকে কিছু শিখার সুযোগ করে দিন। লিখতে পাড়ি না, এক জন পাঠক হিসেবেই আপনাদের পাশে আমাকে জায়গা করে দিন।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আপনাকে!
আপনার আগমনে- নান্দনিক লেখনে
ব্লগাংগিনা হোক সৌরভময়!!
আপনাকে স্বাগতম
মন্তব্য করতে লগইন করুন