শোষণের শাসন
লিখেছেন লিখেছেন মোঃ মামুনুর রশীদ ২৩ অক্টোবর, ২০১৪, ১০:১৯:২০ রাত
১) "শোষনের জোরে চোষনের তরে যে জাতির ইতিহাসের উজ্জ্বল পাতাকে পরিহাস দ্বারা হয় সর্বনাশ, সে জাতির বর্তমান বা ভবিষ্যতে কি হবে বা কি-ই-বা রবে মোটেই নেই আশ্বাস, ভরসা ও বিশ্বাস। তবে এটাও ঠিক হৃদয়কে অভয়র করে হোচটে না পড়ে যদি না হয় হতাশ, মন ছন্দে অতি আনন্দে রশ্নীর মত প্রদীপ হবেই বিকাশ। যব থাকবে না কোন নিপীড়নের যাঁতা, চেঙ্গীস খানের অসস্থু মস্তিষ্কের মাথা, উজ্জ্বল হয়ে যাবে ইতিহাসের পাতা। ফুলের মত সাজানো জীবনটাকে গুছানো হাসিমুখে মন মাতানোর মত দিব্যি হবে পরিবেশ, যখন মীর জাপরের মত লোক গুলোর হবে শেষ"
২) " আমার এমন একটা সমাজ, যেখানে কিছু অপ্রিয় সত্য প্রকাশ করলেই মোড়ল নারাজ, চলমান রাজনীতিতে দূষণে বহমান, আঁখির অন্তরালে কোন এক মরিচিকার আকর্ষনে স্তব্ধ হয়ে গেছে সব বিবেক। দিবা কিংবা নিশি বিদেশী পরামর্শে দেশ চালানোর জন্য হয়েছে মনের গড়িমসি, মুসলিম হলে ঈমানের বলে শরিয়তের কলে অনুতপ্তের জলে, ছলে বলে কৌশলে দেশের বর্তমান অবস্থা পরিবর্তন করা সম্ভব। অর্থহীন মোহে পড়ে কে কতইনা কিছু করে, এইদুনিয়ায় না বুঝলে ও বুঝবে মরার পরে। সোজা হইতে ভারি বোঝা সইতে অনেকেই চিন্তায় বিমূড় হয়ে কপালের চামড়াকে এমনভাবে কয়েক ভাঁজ করে যেন অনেকটা একতলা থেকে দোতলায় পাড়ি দেয়ার সিঁড়ি। তিমির থেকে বাহির হবে কি হবে না তা নিয়ে আবার শিরের সব চুলকে ধরে বিড়ি টানতে টানতে চুলগুলোর অবস্থা এমন করে মনে হয় এই মাত্র মোবাইল কোম্পানী একটেল এর বিজ্ঞাপন দিয়েছে, এতো কিছু করার নেই কোন প্রয়োজন, রঙ্গিন আঙ্গিনায় আসার জন্য তো রয়েছে পরিশুদ্ধ আয়োজন, ১। কোরআন ২। হাদিস।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন