তারাবীর নামাজ, কিরণমালা আমার কিছু কথা
লিখেছেন লিখেছেন না বলা কথা ০৮ জুলাই, ২০১৫, ০৫:৫৭:৩৫ বিকাল
আমরা সবাই একমত হব যে, তারাবীর নামাজ ফরজ নয়। কিন্তু রমজান মাসে একে ফরজের মতই বা তার চেয়ে বেশী গুরুত্ব দিয়ে থাকি আমরা অনেকেই। এমন অনেকে আছেন যারা পাচঁ ওয়াক্ত নামাজ পড়েন না কিংবা রোজাও রাখেন না তারাও তারাবীর নামাজ পড়েন। আমি আমাদের সমাজে দেখেছি রমজান মাসে পাড়ায় তারাবীর নামাজের ব্যবস্থা করা হয়। আমি এই আয়োজনকে স্বাগত জানাই কিন্তু নামাজের নিয়মকানুন ঠিক না রেখে শুধু রুকু সিজদার পাল্লা দিলেতো আর নামাজ হয় না। রাসুল সা: বলেছেন তোমাদের মধ্যে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে, নামাজের মধ্যে চুরি করে। আমি এবার বাড়ি গিয়ে নামাজ পড়া বাদ দিয়ে মসজিদ হতে চলে এসেছি। সুরা ফাতিহা সহ অন্য যে সকল সুরা পড়া হয় তা কিছুই বুঝা যায়না শুধু আল্লাহু আকবর ছাড়া। সুরা ফিল দিয়ে যদি দুই রাকাত নামাজ পড়া হয় তবে নাজাজের কি তাড়াতাড়ি বুঝায় যায়। আমার কথা হলো নামাজ পড়লে আন্তরিকতার সাথেই পড়া উচিত ।
রোযা রেখে নামাজ পড়ে আমি আর আপনি আমাদের মা বোন ও বাচ্চাদের নিয়ে ইদের শপিং করতে যাচ্ছি আর সকল তাকওয়া ভুলে ভারতের নায়িকাদের নামের পোশাক কিনে বাড়ি আসছি। যেই পোষাকে আমার বোনের ইজ্জত ঢেকে থাকে না তা কোন মুসলমানের পোষাক হতে পারে না। কিরণমালা, পাখি, সানি লিওন আর ছেলেদের ধুতি পোষাক আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে একবার চিন্তা করুন। রমাজানের শিক্ষা যদি জীবনে পরিবর্তন না আনতে পারে তবে জীবন ধবংস। আল্লাহ আমাদের হেফাজত করু্ন।
বিষয়: বিবিধ
২৮৭১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খায়ির ।
মন্তব্য করতে লগইন করুন