আত্ন কান্না
লিখেছেন লিখেছেন না বলা কথা ১৮ এপ্রিল, ২০১৫, ০৫:৪৮:৫৫ বিকাল
ভুভুজেলা ভু ভু করে
আমার কান্না কেউ না শুনে
শাড়ির আচল ধরে যখন
দিল হ্যাচকা টান
বক্ষ আমার খুলে গেল
হারালাম সব মান।
সোনার ছেলেদের সোনা হাসি
আমার মন কাপঁছে ভয়ে
কান্না দেখে তখন তারা
আরমবোধ করে।
সারা শরীল খামছে দিল
শকুনেরই দল
পুলিশ তখন হেসে বলে
কি করবো বোন বল
মানবতা হয়নি লংঘন
বরং মান বেড়েছে বেশী
সরকারের দালালরা তাইতো মহাখুশি
বিচার,বিচার, বিচার, বিচার
বিচার নাহি পাব
তাইতো এখন নববর্ষে
ঘরে বসেই খাব।ভুভুজেলা ভু ভু করে
আমার কান্না কেউ না শুনে
শাড়ির আচল ধরে যখন
দিল হ্যাচকা টান
বক্ষ আমার খুলে গেল
হারালাম সব মান।
সোনার ছেলেদের সোনা হাসি
আমার মন কাপঁছে ভয়ে
কান্না দেখে তখন তারা
আরমবোধ করে।
সারা শরীল খামছে দিল
শকুনেরই দল
পুলিশ তখন হেসে বলে
কি করবো বোন বল
মানবতা হয়নি লংঘন
বরং মান বেড়েছে বেশী
সরকারের দালালরা তাইতো মহাখুশি
বিচার,বিচার, বিচার, বিচার
বিচার নাহি পাব
তাইতো এখন নববর্ষে
ঘরে বসেই খাব।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন