আত্ন কান্না

লিখেছেন লিখেছেন না বলা কথা ১৮ এপ্রিল, ২০১৫, ০৫:৪৮:৫৫ বিকাল



ভুভুজেলা ভু ভু করে

আমার কান্না কেউ না শুনে

শাড়ির আচল ধরে যখন

দিল হ্যাচকা টান

বক্ষ আমার খুলে গেল

হারালাম সব মান।

সোনার ছেলেদের সোনা হাসি

আমার মন কাপঁছে ভয়ে

কান্না দেখে তখন তারা

আরমবোধ করে।

সারা শরীল খামছে দিল

শকুনেরই দল

পুলিশ তখন হেসে বলে

কি করবো বোন বল

মানবতা হয়নি লংঘন

বরং মান বেড়েছে বেশী

সরকারের দালালরা তাইতো মহাখুশি

বিচার,বিচার, বিচার, বিচার

বিচার নাহি পাব

তাইতো এখন নববর্ষে

ঘরে বসেই খাব।ভুভুজেলা ভু ভু করে

আমার কান্না কেউ না শুনে

শাড়ির আচল ধরে যখন

দিল হ্যাচকা টান

বক্ষ আমার খুলে গেল

হারালাম সব মান।

সোনার ছেলেদের সোনা হাসি

আমার মন কাপঁছে ভয়ে

কান্না দেখে তখন তারা

আরমবোধ করে।

সারা শরীল খামছে দিল

শকুনেরই দল

পুলিশ তখন হেসে বলে

কি করবো বোন বল

মানবতা হয়নি লংঘন

বরং মান বেড়েছে বেশী

সরকারের দালালরা তাইতো মহাখুশি

বিচার,বিচার, বিচার, বিচার

বিচার নাহি পাব

তাইতো এখন নববর্ষে

ঘরে বসেই খাব।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315633
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
আবু জান্নাত লিখেছেন : চমৎকার
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫২
256722
না বলা কথা লিখেছেন : দোয়া চাই।
315639
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
ছালসাবিল লিখেছেন : আপনি কি পুতুল আপপপপি Day Dreaming ওনার কবিতা কতততদিন পড়িনা Day Dreaming আপনারটিও সুন্দর হয়েছে।
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫২
256720
না বলা কথা লিখেছেন : ধন্যবাদ।
315690
১৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কবিরা কবিতা লিখেে সমাজের চরিত্র তুলে আনতে....





১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫১
256719
না বলা কথা লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File