নববর্ষের দিন
লিখেছেন লিখেছেন না বলা কথা ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:৪৭:৫১ দুপুর
বছর ঘুরে আবার এলো নববর্ষের দিন
সেই খুশিতে চারিদিকে বাজঁছে সুখের বীন।
পান্তা ইলিশ খাবে সবাই বটমূলে বসে
বাসন্তি রং শাড়ি পড়ে ললনারা হাসে।
ঐতিহ্যের কথা বলে পূজার নেইকো শেষ
বির্ধমীরা দেখে বলে বাহ্ বেশ বেশ।
মেলার নামে জুয়া খেলা চলছে সরগরম
প্রশাসনের দৃষ্টি এখন শতভাগ নরম।
মুল্লারা সব ফতুয়া দেয় হারাম সবই হারাম
সুশীল সমাজ বলে বেড়ায় আরাম সবই আরাম।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
মন্তব্য করতে লগইন করুন