১৬ই ডিসেম্বর

লিখেছেন লিখেছেন না বলা কথা ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩৯:০২ বিকাল





ঘুরে ফিরে আবার এলো

১৬ই ডিসেম্বর।

দেশকে যারা স্বাধীন করল তাদের স্মরণ কর।

মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত পৃথিবী

সবুজেতে আকাঁ আমার বাংলার ছবি।

দেশের দিকে তাকিয়ে আমি আনমনে ভাবি

দেশকে স্বাধীন করে আমার লাভটা হলো কি?

রাজপথে রক্তাক্ত হয় আমার প্রিয় বোন

ভার্সিটিতে ভাই আমার হয়ে যায় খুন।

দুঃখে আমার কষ্টে আমার মন আনচান করে

কখন যেন পুলিশ আমায় ঘরে এসে ধরে।

কোরআন হাদিস পড়লে তখন হয়ে যায় পাপ

ইয়াবা খেয়ে ডিসকো করলে পেয়ে যায় মাফ।

দেশ নয় মানুষ নয় ক্ষমতা ভালাবাসি

তাই তো মোরা সৎ মানুষের গলায় দেয় ফাঁসি।

আসুন মোরা শপথ নিয়ে রক্ষা করি দেশ

বিশ্বের মানুষ বলবে তখন সাবাস বাংলাদেশ।



বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File