শফি হুজুরের তেতুল তত্ত্ব
লিখেছেন লিখেছেন কাউয়া ১৬ এপ্রিল, ২০১৫, ০৫:৩৩:২৩ বিকাল
ধর্ষবরন থুক্কু বর্ষবরণের একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে মৌলবাদীরা দেশের মহিলাদের মরুভূমির পোশাক পরিয়ে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবার পাঁয়তারা করছে। এদেশের মেয়েরা আগামিবছর আবারো মেলায় যেয়ে দলিত হয়ে মৌলবাদীদের এহেন হীন প্রয়াসকে নস্যাৎ করে দিবে।
বৈশাখী মেলায় চেতনার সৈনিকদের হাতে দলিতদের অবিলম্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরঙ্গনা খেতাব দেয়া হউক, এবং তাদের নাতিপুতিদের জন্য সরকারী কোটা রাখা হোক।
শফি হুজুরের তেতুল তত্ত্বে তোমার চেতনা দাড়ায়ে যায়। আর টিএসসি তে মেয়েদের বিবস্ত্র করা দেখলে তুমি ভুভুজেলা বাজাও। তোমার চেতনায় - থু:
আল্লাহর অলির সাথে যুদ্ধ করা মানে আল্লাহর সাথের যুদ্ধ করা।
যারা সেদিন রসিয়ে রসিয়ে এই মুখলিস মানুষ্টাকে নিয়ে জঘন্য কথাগুলো বলেছিল তারা আজ কোথায়।
অপেক্ষা কর সেই দিনের জন্য যেদিন আরশের প্রভুর সাথে দাড়াতে হবে।
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন