ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে?

লিখেছেন লিখেছেন কাউয়া ০৯ এপ্রিল, ২০১৫, ০৪:৩৫:১৯ বিকাল

আমি জনাব কামরুজ্জামান সাহেবকে চিনিনা। তাঁর সম্পর্কে খুব একটা জানিওনা। তাঁর বিচার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ ছিল সেটাও আমি জানিনা। আমি এদেশে মিডিয়াকে মোটেই বিশ্বাস করিনা। কখনোই করতে পারিনা। কারন এরা যত মিথ্যা কথা বলে তাঁর অর্ধেক সত্য বলেনা। এগুলোর মালিকরা কেউ সৎ তা সৎভাবে তাদের কাছের লোকারাও বলতে পারবেনা।

কিন্তু যে মানুষটা ইসলামী আন্দোলন করে বলে দাবী করেন, শহীদ হতে চান, বিচার প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ন্যায়ভ্রষ্ট মনে করেন তিনি জাতিসঙ্ঘের মত প্রতিষ্ঠানে লবিং করবেন, কয়েক ঘন্টা বা কয়েক দিন বেশি বাঁচার জন্যে ক্ষমা চাওয়া না চাওয়া নিয়ে নিজেকে ছোট করবেন তা খুব দুঃখজনক।

একজন মানুষ ভাল হোক অথবা খারাপ কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। তিনি যদি দোষী হয়ে থেকেন তবে আল্লাহ তাকে এই শাস্তির মাধ্যমে ক্ষমা করুন আর নির্দোষ হলে অনেক বড় প্রতিদান দিক। যিনি মৃত্যু মুখোমুখি দাড়িয়ে তাঁর অনুভূতি আমি বুঝতে পারবনা।

তবু একটা প্রশ্ন যারা তাঁর দলের রাজনীতি করেন তাদের কাছে, ‘ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে? যিনি ইসলামের পতাকা বহনের দাবী করেন তিনি তিনি কি আরেকটু সাহসিকতা দেখাতে পারেননা?

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313913
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : একটি ক্লাস রুমে টিচার জিজ্ঞাসা করেন অমুক প্রশ্নের উত্তর কে কে পারো হাত উঠাও, তখন ছাত্র-ছাত্রীরা একে একে সকলে হাত উঠায় কিন্তু যখন এই কথাটা না বলে, পড়া ধরতে শুরু করে তখনই প্রকৃত ভাবে জানা যায় কতজনে প্রশ্নের জবাব পারে। আমাদের মাঝে কেউ আছেন যে ইসলামকে ভালবাসে, কেউ আছেন পছন্দ করে, কেউ আছেন কোনটাই করেনা নামে মাত্র মুসলমান তারা শুধু দেখবে আর আফছূছ করবে এর বেশী কিছুই করবেনা। আর যারা প্রকৃত ভাবে তা বাস্তব করতে চাইবে তারাও সকলে একই পথের পথিক হবে। আল্লাহ সহায় হোন আমাদের!
313931
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশ আজ দুই ভাগে বিভক্ত এক পক্ষ সত্যের পক্ষে আরেক পক্ষ মিথ্যের পক্ষে মিডিয়া তার বাহিরে নয়।
তবু একটা প্রশ্ন যারা তাঁর দলের রাজনীতি করেন তাদের কাছে, ‘ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে? যিনি ইসলামের পতাকা বহনের দাবী করেন তিনি তিনি কি আরেকটু সাহসিকতা দেখাতে পারেননা?
একটু খোলে বলুন ভাইয়া
313936
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৩
আহমেদ ফিরোজ লিখেছেন : সাহসিকতাটা কিভাবে দেখাতে হবে? আমাকে ফাঁসি দিয়ে দিন বলে?
তিনি জানেন এটা অন্যায়, তিনি কেনো এই অন্যায় থেকে নিজেকে রক্ষার চেষ্টা করবেন না? যুদ্ধে মারা গেলে শহীদ বলে কি আমি যুদ্ধ না করে এমনিতেই জীবন দিয়ে আসবো? তাইলে তো সেটা শহীদ হবেনা হবে আত্মহত্যা।
আর তিনি তো কোথাও লবিং করছেন না, করেলেও হয়তো তার সহকর্মীরা অন্যায় মেনে নিতে পারছেননা বলে করছেন। এতে তিনি কোনোভাবেই ছোট হচ্ছেন না। সবচেয়ে বড় কথা আল্লাহ দুদিন পর তার মৃত্যু রেখেছেন বলেই এত কিছু হচ্ছে। আর কিছুই নয়।
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৫
254932
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন #আহমেদ-ফিরোজ
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০১
254947
আহমেদ ফিরোজ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
313939
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : কাউয়া ! আপনার নামটা আমার পছন্দ হয়নি । হয়তো বলবেন আমার নাম তো একটা পাখির নাম !

যাই হোক , পরসমাচার....
চারটি জিনিস আল্লাহ তার নিজ হাতে রেখে দিয়েছেন মি: কাউয়া!
তার মধ্যে একটা হল মৃত্যু ।

এটা যদি আপনি বিশ্বাস করেনে , তা বুঝবেন কামারুজ্জামান কি ভাবে লবিং করে তার ফয়সালা নির্ধারণ করবেন ?? ১/২ দিন কম বেশী করবেন পৃথিবীর কারো পক্ষ্েিই কি সেটা সম্ভাব ??

আল্লাহর সাথে শিরক হয়ে যায় এমন কোন লিখা না লিখাই ভাল.......
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
254940
কাউয়া লিখেছেন : আপনি শিরকের যে ব্যখ্যা দিলেন তা পুরাই সৌদি সরকারপন্থি আহলে হাদীস মার্কা হল। পুরাই গোষ্ঠিতান্ত্রিক। আমি কি বললাম আর আপনি বললেন?
উত্তর নিষ্প্রয়োজন।
313942
০৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১১
কাউয়া লিখেছেন : সবার আবেগ বোঝা কঠিন নয়। কিন্তু সাইয়্যেদ কুতুব শহীদ বা শহীদ আব্দুল কাদের মোল্লার অনুসরন সম্ভবত অধিকতর সম্মানজনক হত।
313985
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : করুক না! এর মাধ্যমে বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে হচ্ছে আমরাও না হয় তা অল্প স্বল্প জানলাম! না কি বলেন জনাব সুদর্শন সাহেব! Happy
314037
১০ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৮
আবু জান্নাত লিখেছেন : এক কথাই বলতে চাই, যার মৃত্যু যখন যেভাবে লিখা আছে সেভাবেই হবে। প্রাণী বলেই একটু নড়াছড়া করে দেখা আর কি। আল্লাহ তায়ালা কামরুল স্যারের সহায় হোক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File