ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে?
লিখেছেন লিখেছেন কাউয়া ০৯ এপ্রিল, ২০১৫, ০৪:৩৫:১৯ বিকাল
আমি জনাব কামরুজ্জামান সাহেবকে চিনিনা। তাঁর সম্পর্কে খুব একটা জানিওনা। তাঁর বিচার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছ ছিল সেটাও আমি জানিনা। আমি এদেশে মিডিয়াকে মোটেই বিশ্বাস করিনা। কখনোই করতে পারিনা। কারন এরা যত মিথ্যা কথা বলে তাঁর অর্ধেক সত্য বলেনা। এগুলোর মালিকরা কেউ সৎ তা সৎভাবে তাদের কাছের লোকারাও বলতে পারবেনা।
কিন্তু যে মানুষটা ইসলামী আন্দোলন করে বলে দাবী করেন, শহীদ হতে চান, বিচার প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ন্যায়ভ্রষ্ট মনে করেন তিনি জাতিসঙ্ঘের মত প্রতিষ্ঠানে লবিং করবেন, কয়েক ঘন্টা বা কয়েক দিন বেশি বাঁচার জন্যে ক্ষমা চাওয়া না চাওয়া নিয়ে নিজেকে ছোট করবেন তা খুব দুঃখজনক।
একজন মানুষ ভাল হোক অথবা খারাপ কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। তিনি যদি দোষী হয়ে থেকেন তবে আল্লাহ তাকে এই শাস্তির মাধ্যমে ক্ষমা করুন আর নির্দোষ হলে অনেক বড় প্রতিদান দিক। যিনি মৃত্যু মুখোমুখি দাড়িয়ে তাঁর অনুভূতি আমি বুঝতে পারবনা।
তবু একটা প্রশ্ন যারা তাঁর দলের রাজনীতি করেন তাদের কাছে, ‘ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে? যিনি ইসলামের পতাকা বহনের দাবী করেন তিনি তিনি কি আরেকটু সাহসিকতা দেখাতে পারেননা?
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু একটা প্রশ্ন যারা তাঁর দলের রাজনীতি করেন তাদের কাছে, ‘ভাই কি লাভ দুদিন বেশী বেঁচে? যিনি ইসলামের পতাকা বহনের দাবী করেন তিনি তিনি কি আরেকটু সাহসিকতা দেখাতে পারেননা?
একটু খোলে বলুন ভাইয়া
তিনি জানেন এটা অন্যায়, তিনি কেনো এই অন্যায় থেকে নিজেকে রক্ষার চেষ্টা করবেন না? যুদ্ধে মারা গেলে শহীদ বলে কি আমি যুদ্ধ না করে এমনিতেই জীবন দিয়ে আসবো? তাইলে তো সেটা শহীদ হবেনা হবে আত্মহত্যা।
আর তিনি তো কোথাও লবিং করছেন না, করেলেও হয়তো তার সহকর্মীরা অন্যায় মেনে নিতে পারছেননা বলে করছেন। এতে তিনি কোনোভাবেই ছোট হচ্ছেন না। সবচেয়ে বড় কথা আল্লাহ দুদিন পর তার মৃত্যু রেখেছেন বলেই এত কিছু হচ্ছে। আর কিছুই নয়।
যাই হোক , পরসমাচার....
চারটি জিনিস আল্লাহ তার নিজ হাতে রেখে দিয়েছেন মি: কাউয়া!
তার মধ্যে একটা হল মৃত্যু ।
এটা যদি আপনি বিশ্বাস করেনে , তা বুঝবেন কামারুজ্জামান কি ভাবে লবিং করে তার ফয়সালা নির্ধারণ করবেন ?? ১/২ দিন কম বেশী করবেন পৃথিবীর কারো পক্ষ্েিই কি সেটা সম্ভাব ??
আল্লাহর সাথে শিরক হয়ে যায় এমন কোন লিখা না লিখাই ভাল.......
উত্তর নিষ্প্রয়োজন।
মন্তব্য করতে লগইন করুন