পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।

লিখেছেন লিখেছেন কাউয়া ২৬ মার্চ, ২০১৫, ০২:১২:৫১ রাত

❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার

কথা নয়।

বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই

লজ্জার ব্যাপার।

❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ

নয়

বরং বুদ্ধিমানের কাজ হল

তর্কে না জড়ানো।

❖ তুমি যতটা মূল্যবান

ততটা সমালচানার পাত্র হবে।

❖ বুদ্ধির সীমা আছে কিন্তু

বোকামীর

কোন সীমা নেই।



জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী।

পক্ষান্তরে মূর্খ

জ্ঞানীকে চিনতে পারে না,

কেননা সে মূর্খ।

❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়।

বৃষ্টি যতই প্রবল হয় ছাতার

ততইপ্রয়োজন পড়ে।

❖ ভূল করা দোষের কথা নয়

বরং ভূলের

উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

❖ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন

করে অর্থ উপার্জন করতে যেও না।

কারণ, বন্ধুত্ব স্থাপনই

অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ

মাধ্যম।

❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর

যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ

মাফিক আচরণ কর না।

❖ আহমকের সাথে তর্ক কর না।

কারণ,মানুষ হয়ত দুজনের

মাঝে পার্থক্য করতে ভূল করবে।

❖ তোমার স্ত্রীর

রুচি বোধকে অবমূল্যায়ণ কর না।

কারণ, সে তোমাকে প্রথম পছন্দ

করেছে।

❖ তোমার পিঠে কেউ ততক্ষণ

পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ

না তুমি পিঠ নিচু কর।

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311145
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:১৬
পললব লিখেছেন : ভালো লাগলো
311167
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
311185
২৬ মার্চ ২০১৫ দুপুর ০২:৫২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব ভাল লাগলো ভাই
আল্লাহ আপনাকে জাজা দিক
311190
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৫
আবু জান্নাত লিখেছেন : ওরে...... বা......স, সবগুলো যে বিজ্ঞ্য বচন। ধন্যবাদ।
311199
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
জাযাকাল্লাহ..
মূল্যবান কথামালা, তবে সবগুলো নয়-

❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে।
নিজের পছন্দ মাফিক আচরণ কর না।


এটা তো "তৈলশাস্ত্র"র কথা হয়ে গেল!
কোন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ এটা মানতে পারার কথা নয়!

হয়তো অনেক ব্যাখ্যা করে যৌক্তিক বলা যাবে- সরাসরি অচল!

❖ তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।


কৈশোরে খেলারমাঠে অনেক সাথী পেছন থেকে লাফিয়ে গলা ধরে পিঠে চেপে বসার স্মৃতি মনে পড়লো- তাই এটাও মানতে পারলামনা!
বাস্তব জীবনেও অনেকবার এমন হয়েছে যে, পিঠ নিচু করা ছাড়াই পিঠের উপর কেউ চেপে বসেছে!


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File