কতিপয় জাল হাদীস।
লিখেছেন লিখেছেন কাউয়া ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪২:৪৩ রাত
জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও।
• স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত।
• জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র। (এই কথা যে বানাইছে, সে নিশ্চিত গাজাখোর ছিল)
• দেশপ্রেম ঈমানের অঙ্গ।
• লবন দিয়ে খাবার শুরু ও শেষ কর কারণ লবন ৭০টি রোগের ঔষধ।
• আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যে তাঁর ইবাদতে ক্লান্ত, নিস্তেজ হয়ে পড়ে।
• হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না।
• যে শুক্রবার আমার প্রতি ৮০বার দুরুদ পাঠাবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
• আমার উম্মাতের আলিম হলো বনী ইসরাঈলের নবীদের মতো।
• যে ব্যক্তির একটি পুত্র হয় এবং সে বরকতের আশায় তার সন্তানের নাম মুহাম্মাদ রাখে, সে ও তার সন্তান উভয়েই জান্নাতে প্রবেশ করবে।
• সবকিছুর একটি হৃদয় আছে, আর কুরআনের হৃদয় হলো সুরা ইয়াসিন। যে এ সুরাটি একবার পড়বে, সে পুরো কুরআন দশবার পড়ার সওয়াব পাবে।
• প্রয়োজনের জন্য কোন আইন নেই (ওজরের কোন মাসলাহ নাই)।
• দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর।
• এক ঘণ্টা গভীরভাবে চিন্তা করা ৬০ বছর ইবাদতের সমান।
• বিয়ে কর। আর কখনও তালাক দিয়ো না। কারণ তালাক দিলে আল্লাহর আরশ কাঁপে।
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে হ্যাঁ অন্য মুহাদ্দিসদের কথা নকল করে প্রচার করা নিষেধ এমন কোন কথা জানিনা।
ধন্যবাদ।
তবে ভাল কথা আর হাদীস এক জিনিস নয়।
যারা হাদীসের মান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে, অনেকেই ভাল কাজের প্রসার আর মন্দ কাজে বাধা দেওয়ার নেক নিয়তে হাদীস জাল করেছেন। তাই এমন অনেক জাল হাদীস আছে যার বিষয়বস্তু ইসলামসম্মত।
ধন্যবাদ
জাল হাদিস এর ব্যাপারে যে কযেকটি বই পড়েছি তাতে এগুলি জাল বলেই বলা হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন