মাতৃগর্ভ ও পরকাল
লিখেছেন লিখেছেন কাউয়া ৩০ জানুয়ারি, ২০১৫, ০৮:০৫:০৯ রাত
#এক মা এর গর্ভে দুটি শিশু ছিল । একজন জিজ্ঞেস করল,
"তুমি প্রসবের পরের জীবনে বিশ্বাস কর?"
জবাব, "কেন ? অবশ্যই প্রসবের পর একটা জীবন আছে । হয়তো আমরা এখানে নিজেদেরকে সেই জীবনের জন্য প্রস্তুত করছি।"
"NONSENSE," প্রথম জন বলল, "প্রসবের-পর কোন জীবন নেই। প্রসবের-পর আবার জীবন হয় নাকি!! সে আবার কেমন!!?"
অপর জন বলল, "আমি জানিনা, কিন্তু সেই জীবনে অনেক বেশি আলো থাকবে, হয়তো আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারব, মুখ দিয়ে খেতে পারব।"
: "হাঁটা অসম্ভব! এ বোকামী ।এবং আমাদের মুখে খাওয়া? হাস্যকর। কি ছাইপাঁশ বলছ তুমি? নাভিরজ্জু বা UMBILICAL CORD আমাদের খাবার সরবরাহ করে; DELIVERY হয়ে গেলে এটা কেটে ফেলা হবে । তাছাড়া এটা অনেক ছোট। পায়ে হেঁটে বেশিদূর যেতে গেলে ছিড়ে যাবে । আর আমরা নাভিরজ্জু চাড়া কখনই বাচব না'!
- "আমার মনে হয় সেখানে অন্য কিছু আছে, অন্য কোন উপায়ে আমরা বেঁচে থাকব যা আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝতে পারছিনা ।"
: " নারে বোকা, জীবন একটাই; এখানেই শেষ।"
-"কিন্তু আমার টা মনে হয়ে না অবশ্যই আমরা মা কে দেখতে পাবো। সে আমাদের দেখতে পাবে, আমাদের দেখাশুনা করবে"!
: " মা ? সে আবার কি? তুমি মায়ে বিশ্বাস কর? সে এখন কথায়?"
-"সে আমাদের চারপাশে আছে । আমরা তার ভিতরে আছি, তাকে ছাড়া আমাদের অস্তিত্ব থাকতো না।"
:"কই আমরা তো মা বলতে কিছু দেখতে পাচ্ছি না । সুতরাং এটাই যৌক্তিক যে মা বলতে কিছু নেই।"
-" মাঝে মাঝে নীরবতায় তাকে শুনতে পাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়। আমি বিশ্বাস করি, প্রসবের পর আরেক বাস্তবতা আছে আর আমরা তারই প্রস্তুতি নিচ্ছি।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি কাল্পনিক কথোপকথন, মন চাইলে শিক্ষনীয় হিসেবেও নিতে পারেন
মন্তব্য করতে লগইন করুন