পবিত্র জিহাদ নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে, হত্যা নয়।
লিখেছেন লিখেছেন কাউয়া ১৭ ডিসেম্বর, ২০১৪, ০১:১৩:১০ দুপুর
পাকিস্তানের পেশোয়ারে ১৪৫ শিশুকে হত্যা কখনো জিহাদ হতে পারে না। এটা জিহাদের নামে একদল মুর্খ নির্যাতিত গোষ্ঠীর উন্মুক্ত প্রতিশোধ। যার নজির রাসূল সা. ও তার সাহীবের ইতিহাসে খুজে পাওয়া যাবে না। এমনকি কারবালার পাপিষ্ট খুনি শিমারও ইচ্ছাকৃত নারী-শিশুদের গায়ে হাত দেয়নি।এটা ঠিক পাকিস্তানি আর্মি যেভাবে নির্মমভাবে সেখানে অভিযান পরিচালনা করেছে তার প্রতশেোধ প্রয়োজন ছিলো তবে সেটা কখনো কোনো নিরাপরাধ শিশুর উপর নয়।
হামলার দায়িত্ব যে গ্রুপটি স্বীকার করেছে (টিটিপি) এর মূল নেতৃত্ব শেইখ মাকবুল খোরাসানিসহ তার ৬ আমীর ইতোমধ্যে নিজদের ইসলামিক স্টেইটের বায়আহ দিয়েছে। ফজলুল্লাহ গ্রুপটি আদতেই সব সময় বিতর্কিত কাজ করে আসছে যার সর্বশেষ এই ঘটনা। তাদের সাথে মাকবুল খোরাসানীদের বেমিল এখানেই। জিহাদের নামে এমন অমানবিক শিশু হত্যা পশ্চিমা ও কুফফার শক্তির জন্যে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার হবে। আর বিশ্ব ব্যাপাী জিহাদী শক্তিকে তাদের বায়ায় উগ্র-জঙ্গীবাদ এর প্রমাণ হিসেবে পেশ করবে। সুতরাং ফজলুল্লাহ গ্রুপের (টিটিপি) এর কাজকে মুসলিম উম্মাহ ঘৃণা ভরে প্রত্যক্ষান করতে হবে এবং বলতে হবে এটা কখনো জিহাদ হতে পারে না।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন