পবিত্র জিহাদ নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে, হত্যা নয়।

লিখেছেন লিখেছেন কাউয়া ১৭ ডিসেম্বর, ২০১৪, ০১:১৩:১০ দুপুর

পাকিস্তানের পেশোয়ারে ১৪৫ শিশুকে হত্যা কখনো জিহাদ হতে পারে না। এটা জিহাদের নামে একদল মুর্খ নির্যাতিত গোষ্ঠীর উন্মুক্ত প্রতিশোধ। যার নজির রাসূল সা. ও তার সাহীবের ইতিহাসে খুজে পাওয়া যাবে না। এমনকি কারবালার পাপিষ্ট খুনি শিমারও ইচ্ছাকৃত নারী-শিশুদের গায়ে হাত দেয়নি।এটা ঠিক পাকিস্তানি আর্মি যেভাবে নির্মমভাবে সেখানে অভিযান পরিচালনা করেছে তার প্রতশেোধ প্রয়োজন ছিলো তবে সেটা কখনো কোনো নিরাপরাধ শিশুর উপর নয়।

হামলার দায়িত্ব যে গ্রুপটি স্বীকার করেছে (টিটিপি) এর মূল নেতৃত্ব শেইখ মাকবুল খোরাসানিসহ তার ৬ আমীর ইতোমধ্যে নিজদের ইসলামিক স্টেইটের বায়আহ দিয়েছে। ফজলুল্লাহ গ্রুপটি আদতেই সব সময় বিতর্কিত কাজ করে আসছে যার সর্বশেষ এই ঘটনা। তাদের সাথে মাকবুল খোরাসানীদের বেমিল এখানেই। জিহাদের নামে এমন অমানবিক শিশু হত্যা পশ্চিমা ও কুফফার শক্তির জন্যে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার হবে। আর বিশ্ব ব্যাপাী জিহাদী শক্তিকে তাদের বায়ায় উগ্র-জঙ্গীবাদ এর প্রমাণ হিসেবে পেশ করবে। সুতরাং ফজলুল্লাহ গ্রুপের (টিটিপি) এর কাজকে মুসলিম উম্মাহ ঘৃণা ভরে প্রত্যক্ষান করতে হবে এবং বলতে হবে এটা কখনো জিহাদ হতে পারে না।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295223
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
ভিশু লিখেছেন : এগুলো জিহাদ কি করে হয়? এরা সুস্পষ্টভাবে জমিনের উপর ফিতনা সৃষ্টিকারী; ভয়ঙ্কর অন্যায় এবং মানবতা বিরোধী কাজে লিপ্ত।
295226
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
কাউয়া লিখেছেন : ধন্যবাদ
295227
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
কাউয়া লিখেছেন : পাকিস্তানের পেশোয়ারে বর্বরোচিত হত্যাযজ্ঞের ঘটনার কড়া সমালোচনা করেছে আফগান তালেবান। ‘নিষ্পাপ শিশুদের’ হত্যা তাদের নীতি বা আদর্শের বিরুদ্ধে বলেও এক বিবৃতিতে মন্তব্য করেছেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এ খবর দিয়েছে অনলাইন মেইল। স্কুলে হামলার ঘটনা প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, নিষ্পাপ শিশুদের হত্যা আফগান তালেবানের নীতিবিরুদ্ধ এবং আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, সে সমস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File