সিলেটে এবং ময়মনসিংহে দুই জঙ্গী গ্রুপের সশস্ত্র সংঘর্ষে দুই জঙ্গী নিহত, তিন জঙ্গী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
লিখেছেন লিখেছেন কাউয়া ২১ নভেম্বর, ২০১৪, ০৬:৩৬:৫৪ সন্ধ্যা
গতকাল সিলেট শাহজালাল প্রযুক্তি বিষবিদ্যালয়ে একই গনতান্ত্রিক জঙ্গী দলের দুই গ্রুপের অন্তর্যুদ্ধে সুমন নামে এক গনতান্ত্রিক জঙ্গী নিহত হয়। এসময় আরো তিন গনতান্ত্রিক জঙ্গী গুলিবিদ্ধ হয়। এমনকি গনতান্ত্রিক জঙ্গীদের সাম্প্রদায়িক হামলা থেকে বিষবিদ্যালয়টির হিন্দু প্রক্টর হিমাদ্রি শেখর রায় ও রক্ষা পাননি।
তান্ত্রিক জঙ্গীদের মদদদাতা এবং আধ্যাতিক গরু একই বিষবিদ্যালয়ের শিক্ষক ষাঁড় জফ্রিকবালকে খুঁজছে ফুলিশ।
স্ট্যাটাস লিখাকালীন সময়ে পাওয়া আরেকটি খবরে জানা গেল যে ঐ জঙ্গী দলের আম্মা তথা গডমাদার সংঘটন এর দুই গ্রুপের সংঘর্ষে ময়মনসিংহে আরেক গনতান্ত্রিক জঙ্গী নিহত হয়েছে এবং পুলিশ সেখানে ৪২০ ধারা জারি করেছে।
দেশে জঙ্গী বাদ এভাবে মাথা ছাড়া দিয়ে ওঠায় বন্দুক-রাষ্ট্র ভারত ইতিমধ্যে তার গোয়েন্দা দলকে জঙ্গীবাদ তদন্তে ঢাকায় পাঠীয়েছে।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন