মনটি আমার করে শুধু ছুটোছুটি
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ১২ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৩:১৪ রাত
মনটি আমার
পাখির ডানায় ভর করে
নীল আকাশে উড়ে চলে,
মেঘের ভেলায় ভেসে ভেসে
আকাশের সৌন্দর্য্য উপভোগ করে।
মনটি আমার
প্রজাপতির পাখায় ভর করে
ঘুরে বেড়ায় ফুলের কাননে ,
রঙ বেরঙয়ের ফুলে ফুলে উড়ে উড়ে
ফুলের সুবাস আহরণ করে।
মনটি কেনো করে শুধু
পাখির মতো উড়াউড়ী
এদিক সেদিক ঘুরাঘুরি,
চুপটি মেরে বসতে বললে
করে আরো বেশী ছুটোছুটি।
বিষয়: বিবিধ
১৮৪৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
বাঁধতে চাইলে হয় বাঁধনহারা...
সুন্দর মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
দৃষ্টি নন্দন ছবি সংযোজনের কাব্যিক এই আয়োজন ভাল লাগল অনেক,ধন্যবাদ ও শুভেচ্ছা রইল!!
ভালোলেগেছে কবিতা কে অনেননক সুন্দর কবিতা আহহা
আমিতো আছিই, কোথাও যায়নি, মাঝে মাঝে এসে সবাইকে দেখে যায়। ব্লগের অবস্থা দেখে ব্লগিং করতে মন চায় না।
আলহামদুলিল্লাহ ভালো আছি।
মন্তব্য করতে লগইন করুন