স্বার্থপরতা শেষ করে দেয় একটি ভালো সম্পর্ক
লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ২২ নভেম্বর, ২০১৪, ১২:০৯:০০ রাত
একটি উট ও একটি শিয়াল খুব ভালো বন্ধু ছিলো।
একদিন শিয়াল উটকে বলল: প্রিয় বন্ধু, নদীর ওপারে তরমুজ ও শশার একটি বড় ক্ষেত আছে। যদি কোন সময় আমরা যেতে পারতাম সেখানে, তাহলে উদরপূর্তি করে খেতাম।
উট শুনে খুব খুশী হলো এবং বলল; এতে কোন সমস্যা নেই। আমি নদী পার হতে পারব, আমার পা অনেক লম্বা।
শিয়াল বলল; কিন্তু আমিতো লম্বা না আর আমি সাঁতারও জানি না।
তা শুনে উট বলল; চিন্তা করো না, তুমি শুধু আমার পিঠে বসবে, আমি তোমাকে দেখাবো আমি কত ভালো নদী পার হতে পারি।
শিয়ালটি খুশী খুশী হয়ে উটের পিঠে চড়ে বসল।
দু'বন্ধু নদী পার হয়ে সে বড় ক্ষেতে পৌঁছল। সেখানে প্রচুর তরমুজ ও শশা ছিলো। উভয়ে সেখান থেকে খেতে লাগল।
শিয়াল উটের তুলনায় অনেক ছোট বিধায় সে খুব অল্পতে পরিতৃপ্ত হয়ে গেলো। কিন্তু উটের এখনও ক্ষুধা রয়ে গেলো তাই আরো খেতে চাইল।
শিয়াল বলল; প্রিয় বন্ধু উট, আমার পেট ভর্তি হয়ে গেছে। ভালো একটি খাবার পর্বের পর আমি গান গাইতে পছন্দ করি। তাই এখন আমি যাচ্ছি গান করতে।
উট বলল; প্রিয় বন্ধু শিয়াল, তুমি তো পেটভর্তি করে খেয়েছ কিন্তু আমি এখনো ক্ষুধার্ত। প্লীজ এখন গান করো না। তোমার গান শুনলে চাষীরা এসে আমাদের উভয়কে পিটুনী দিবে।
কিন্তু স্বার্থপর শিয়াল উটের কোন কথাই শুনলো না। সে চিৎকার করে গান শুরু করল। তার চিৎকার শুনে চাষীরা দৌড়ে এল।
শিয়াল যখন দেখল চাষীরা আসছে, সে দ্রুত সেখান থেকে সরে পড়ল।
কিন্তু উটের ভাগ্য ভালো ছিলনা, সেই স্থান থেকে সে তাড়াতাড়ি পালাতে পারল না। আর চাষীরা তাকে ভালো করে মারধর করল।
কোন প্রকারে উট তাদের হাত থেকে পালিয়ে নদীর তীরে আসল। শিয়াল সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো উটের জন্য।
উট খুব রাগ করল শিয়ালের স্বার্থপর মনোভাবের জন্য। যাই হোক উট কিছু বলল না। শিয়াল আবারও উটের পিঠে বসল নদী পার হতে।
তারা যখন নদীর মাঝখানে আসল, উট খুব নরমস্বরে বলল; প্রিয় বন্ধু, আমার না নদীর ঠান্ডা পানিতে গড়াগড়ি করতে খুব ইচ্ছে করছে।
তা শুনে শিয়াল খুব ভয় পেয়ে গেল, আর তা না করতে অনুনয় বিনয় করতে লাগল। বলতে লাগল; প্লীজ, তুমি এমন করলে আমিতো ডুবে মরব।
উট হেসে বলল; আমি নিজেকে দমন করতে পারছি না। যেমন তুমি পারনি ক্ষেতে গান না করতে।
এই বলে উট গড়াগড়ি শুরু করে দিল নদীর মাঝখানেই। :D/আর শিয়াল পড়ে গিয়ে কান্না শুরু করে দিল আর সাহায্য চাচ্ছিল। শিয়াল বলতে লাগল; প্লীজ, আমাকে ক্ষমা করে দাও। ^^ আমি আর কক্ষনো এমন স্বার্থপরের মতো কাজ করবো না।
উট তাকে ক্ষমা করে দিল এবং তাকে পিঠে বসিয়ে কিনারা পর্যন্ত নিয়ে আসলো।
শিয়াল বেঁচে গেল কিন্তু সে উটের মত এক ভালো বন্ধু হারাল।
স্বার্থপরতা শেষ করে দেয় একটি ভালো সম্পর্ক।
বিষয়: বিবিধ
২০৪৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বার্থপরতা বিষাক্ততা ছড়ায় গভীরে যার কারণে বাহ্যিক ভাবে প্রথমে বুঝা না গেলেও আস্তে আস্তে সুন্দর সম্পর্ক কে মেরেই ফেলে!
শিক্ষণীয় সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি!!!
স্বার্থপর না হলে নিজের প্রভাব খাটানো ও বিস্তার করানো যায় না ।
শুভ সকাল।
মুগ্ধ হয়েছেন জেনে প্রীত হলাম।
অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ।
এতক্ষণ কমেন্টের জবাব না দিলে ভালো লাগে না, তাই নিজে নিজেই যাত্রী ভাপুর হয়ে জবাব দিলেদিলাম
মন্তব্য করতে লগইন করুন