তোষামোদই যাদের নেশা

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৪:১৯ রাত

নিজকে ভাব তুমি শুদ্ধ পুরুষ

ছাড় নীতি তত্ত্বজ্ঞান

এগুলো তোমার মেকী আর ফাঁকি

আওয়াজে গুলিস্থান।

মুখে বলাটা যতটা সহজ

কাজে তত সোজা নয়

কথা আর কাজে মিল হলে পরে

হয় জীবনের জয়।

নাম-যশ-খ্যাতি যখন কুড়াতে

হয়ে যাও তুমি ব্যাস্ত

অপাত্রেও তুমি তখন তোমাকে

করে যাও শুধু ন্যাস্ত।

মানি লোকের মান সন্মান তখন

হয়ে যায় ধূলিসম

তাদেরকেই কাছের লোক ভাব

যারা করে নমঃনম।

নব সাজ দিয়ে কেহবা আসে

দালালি যাদের পেশা

তাদের তোষামোদে মত্ত হয়ে

ধরে যায় তব নেশা।

যতন করিয়া লালিয়া পালিয়া

বড় কর যেই পাখি

সুযোগ বুঝিয়া একদিন তারা

দিয়ে যাবে তবে ফাঁকি।

পেছন ফিরিয়া দেখিবে সেদিন

পাশে তব কেহ নাই

তখন বুঝিবে এই শ্রম সব

হয়ে গেল তবে বৃথাই।।

বিষয়: সাহিত্য

৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File