হাট বসেছে হাট !!!!!

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০২:৪০ বিকাল

হাট বসেছে হাট

যুবক বৃদ্ধ শিশু-কিশোর

পাবে তুমি আজকে হেথায়

সব বয়সীর লাশ।

হাত বসেছে হাট !!!

ইহুদি নাসারা

তা পাবা না।

হিন্দু বৌদ্ধ

তাও হবে না।

বিনা পয়সায় দেব আজকে

মুসলমানের লাশ।

হাট বসেছে হাট !!!

কোনটা লাগবে ?

কোনটা নেবে ?

কোন বয়সী দরকার ?

সব কিছু আজ

পারবে দিতে

মায়ানমারের সরকার।

বাবার লাশ চাও ?

তাও আছে।

মায়ের লাশ চাও ?

হাতের কাছে।

ভাই-বোনের লাশ ?

অনেক আছে।

ধর্ষিতা চাও ?

কত লাগবে ?

হাজার হাজার

শিশু দিয়ে

ভরেছি মাঠ-ঘাট।

হাট বসেছে হাট !!!

অঙ্গ ছেদন !

গুপ্ত রোদন !

কুকুর খাওয়া !

টুকরা হওয়া !

বল তোমার

লাগবে কেমন ?

দেব তেমন ভাগ।

হাট বসেছে হাট !!!!

বিষয়: সাহিত্য

৮২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384106
০১ অক্টোবর ২০১৭ দুপুর ০২:৫১
হতভাগা লিখেছেন : শুনলাম বাংলাদেশী জেলেরা নাকি পার করে দেবার নাম করে জিম্মি করে টাকা হাতাচ্ছে , না পেলে নৌকা ডুবিয়ে দিয়ে মেরে ফেলছে?
০৭ অক্টোবর ২০১৭ রাত ০২:৩৯
316895
রফিক ফয়েজী লিখেছেন : তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই এ কাজটা নাকি করছে।
384118
০২ অক্টোবর ২০১৭ রাত ০৮:১৩
হারেছ উদ্দিন লিখেছেন : এরাই সব চেয়ে নিকৃষ্ট কাজের উদাহরণ রাখছে। মরার উপর খাড়ার ঘা, অত্যাচারে পালিয়ে এসে আবার এই জালেমদের জুলুম উহ্ এরা জালেম।
০৭ অক্টোবর ২০১৭ রাত ০২:৪১
316896
রফিক ফয়েজী লিখেছেন : অবশ্যই ওরা জালেম। কোন বিবেকবান ভাল মানুষ এ কাজ করতে পারে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File