রুখতে হবে রাজাকার

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৯:৫৯ রাত

বিজয় দিবস বিজয় দিবস

বলো তুমি কার ?

তোমায় যারা এনেছিল

সবাই কী আওয়ামী লীগার ?

আওয়ামী লীগের অনেক নেতাই

সেদিন ছিল ভারতে

তাহলে তুমি এসেছিলে

বলো চড়ে কার রথে ?

কীসের বিজয় পেলাম আমরা

পাক হানাদার হটিয়ে

পাক ভারতে ছিল যারা আজ

তারা মারছে মানুষ পিটিয়ে।

রাজাকাররা লেবাস পালটে

হয়ে গেল আওয়ামীলীগ

চাঁদাবাজ আর জুলুম বাজদের

আস্তানায় আজ তারাই ঠিক।

আসল মুক্তিযোদ্ধা আর

দেশ প্রেমিক জনতা

হাহাকারে মরছে ধুঁকে

দেশ হচ্ছে দেখে হাতছাড়া।

মনে মনে ভাবছে তারা

যুদ্ধ হবে আরেকবার

এ যুদ্ধেতে রুখতে হবে

ভারতীয় রাজাকার।

বিষয়: সাহিত্য

১২৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354234
১৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন : হাসুবু এদের বিষদাঁত ভাঙ্গার কাজ শুরু করেছেন। আসুন আমরা সবাই হাসুবুর সাথে হাত মিলাই।
১৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৫
294081
আবু জান্নাত লিখেছেন : হাসুবু আবার কেড়া?????? Rolling on the Floor Rolling on the Floor
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২১
294096
হতভাগা লিখেছেন : মাইর যে বেশীই পড়তেছে বোঝাই যাচ্ছে
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
294127
রফিক ফয়েজী লিখেছেন : একচোখা হাসুবুকে দিয়া এটা হবে না।জাগতে হবে সবাইকে।
354241
১৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন :
পাক ভারতের দালালরা আজ
মারছে মানুষ পিটিয়ে।


এভাবে হলে দারুন মিলতো।

ধন্যবাদ।

১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
294128
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।আন্তরিকতার সাথে পরামর্শ গ্রহন করলাম।
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
294262
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জান্নাতের বাবা ঠিক কথাটা বলেছেন
ধন্যবাদ
354583
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২৯
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য।
354668
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৮
জোবাইর চৌধুরী লিখেছেন : রাজাকাররা লেবাস পালটে
হয়ে গেল আওয়ামীলীগ
চাঁদাবাজ আর জুলুম বাজদের
আস্তানায় আজ তারাই ঠিক

চমৎকার বলেছেন। ধন্যবাদ।
354684
২০ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৭
রফিক ফয়েজী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
354926
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪০
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : very nice
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৯
294899
রফিক ফয়েজী লিখেছেন : অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
358841
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৬
হারেছ উদ্দিন লিখেছেন : রাজাকার সাহায্য কারী, ভারতীয় সাহায্যকারীরা ভারতীয় রাজাকার কথা ১০০% ঠিক।
359779
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৫১
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File