আরো চাই আরো চাই
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১২ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৭:৫৩ বিকাল
আরো চাই আরো চাই
যত চাই তত পাই
যত পাই তত চাই
আরো চাই আরো চাই।
কাঁড়ি কাঁড়ি টাকা চাই
হাঁড়ি হাঁড়ি ভাত চাই
গাড়ি চাই বাড়ি চাই
প্রভাব পতিপত্তি চাই
হিরা জহরত চাই
আরো চাই আরো চাই।
ক্ষমতা নাগালে চাই
নির্বাচন ভোট নাই
তাতে আপত্তি নাই
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে যাই
আমি নেতা হতে চাই
আরো চাই আরো চাই।
চাল খাই গম খাই
রিলিফের টাকা খাই
বৈধ-অবৈধ নাই
যত পাই শুধু খাই
আরো বেশী খেতে চাই
আরো চাই আরো খাই।
সুদ খাই ঘুষ খাই
হালাল হারাম খাই
নিজের পরের খাই
পাড়া প্রতিবেশী খাই
ধনী গরিবের খাই
আরো খাই আরো খাই।
জবর দখলে খাই
কাছের দূরের খাই
নিজ পর সব খাই
খানাতে বাছ-বিচার নাই
তবু পেট ভরে নাই
আরো পাই আরো খাই।
ধর্ম-অধর্ম নাই
সামনে যা পাই খাই
খেতে খেতে শুয়ে যাই
তবু আরো খেতে চাই
খাওয়ার শেষ নাই
আরো চাই আরো খাই।
চাওয়ার যে শেষ নাই
পাওয়ার কমতি তাই
যত বেশী পেতে চাই
তত আমি নাহি পাই
সদা আমি ভাবি তাই
কী করে যে আরো পাই
আরো চাই আরো চাই।
সরকারী দলে তাই
মন যা চায় তাই পাই
কেউ কিছু বলার নাই
সাত খুন মাপ পাই
এত খুশী রাখি কোথায়
আরো পাই আরো চাই।
চেতে চেতে একদিন
এসে যাবে শেষ দিন
চাওয়ার যে শেষ নাই
আরো আরো পেতে চাই
অনেক অনেক চাই
আরো চাই আরো চাই।
চেয়ে চেয়ে শেষ বিদায়
নেবার যে জায়গা নাই
তবুওতো পেতে চাই
খালি হাতে চলে যাই
অতৃপ্ত রয়ে যাই
আরো চাই আরো চাই।
বিষয়: সাহিত্য
১২৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন