দেখা হবে জান্নাতে

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৮ নভেম্বর, ২০১৫, ০৬:১৫:১৯ সন্ধ্যা

শহীদি রক্তে ভেজা এ বাংলায় কালেমার পতাকা উড়বেই

সাধ্যকার দূর্বার এ কাফেলার অগ্রযাত্রাকে রুখবে।

আমাদের ধমনীতে শহীদের রক্ত যে রক্ত পরাজয় মানে না

বাতিলের সাথে মোরা লড়েই যাবো অন্যায় আবদার মানি না।

হয়তো শহীদ নয়তো গাজী এ ছাড়া অন্য কিছু জানি না

কাদের মোল্লা,কামরুজ্জামান,মুজাহিদ মোদের প্রেরণা।

ফাঁসির মঞ্চে গিয়ে গেয়েছে যারা জীবনের জয়গান

বাতিলের সাথে আপোষ করে নাই তুচ্ছ করেছে প্রাণ।

স্রষ্টার ডাকে সাড়া দিতে তারা হয়েছিল বড় আকুল

কখন জানটা নেবে তাদের এ জন্য ছিল ব্যাকুল।

পরিবারের লোকজন রাত এগারোটার পরে গিয়েছিল সেদিন

বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ হলো যেদিন।

দেখে মুজাহিদ সুন্নতিভাবে গভীর ঘুমে বিভোর

স্বপ্ন দেখে কখন পাবে সে সাক্ষাৎ মহান প্রভূর।

হঠাত তাহার ঘুম ভেঙ্গে যায় বাবা বাবা ডাক শুনে

বলে তোমরা এতরাতে কেন এসেছ এইখানে?

জালিম সরকারের ফাঁসির পয়গাম তাহলে কী এসে গেছে

মহান প্রভূ তুমিতো জানো সব সাজানো সব মিছে।

বলল বাবা শেষ দেখা করতে আজকে দিয়েছে তাড়া

তোমার ফাঁসির মঞ্চ তৈরি বাহিরে জল্লাদ খাড়া।

বললেন তিনি আলহামদুলিল্লাহ অপেক্ষায় ছিলাম এই দিনের

তাহলে আজকেই এ সুযোগ পাবো প্রিয় প্রভূর সাথে মিলনের।

যাদের সাক্ষিতে হয়েছে ফাঁসি তাদেরকে করে দিও ক্ষমা

মহান প্রভূই দেখবেন তাহা তোমরা কিছু বলিও না।

কুরআন হাদিস পড়বে তোমরা পড়বে সাহাবীদের জীবনী

সংগঠনকে আঁকড়ে ধরে রাখবে যার কাছে আমি ঋণী।

দেশবাসী এবং নেতা কর্মীদের কাছে পৌছিও আমার সালাম

অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করিও আমি আজ চলে গেলাম।

তোমরা সবাই ভালো থেকো মিলেমিশে থেকো একসাথে

তোমাদের সাথে দেখা হবে আবার দেখা হবে জান্নাতে।।

বিষয়: সাহিত্য

১৫৫৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351832
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
কুয়েত থেকে লিখেছেন : মুনাফিকদের শত্রুনেই হক কথা যারা বলবেন তাদের শত্রুর অভাব নেই
351833
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
রফিক ফয়েজী লিখেছেন : তারপরেও হক কথা বলে যেতেই হবে।ধন্যবাদ সাথে থাকার জন্যে।
351839
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো । ধন্যবাদ ।
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৭
292126
আবু জান্নাত লিখেছেন : Good Luck Good Luck Good Luck
351847
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:০২
রফিক ফয়েজী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। সাথে থাকার জন্য।
351871
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৭
আবু জান্নাত লিখেছেন : আপনার প্রতিমন্তব্যগুলো মন্তব্য বরাবর যাচ্ছে না। প্রতি মন্তব্য করতে এই এরোতে ক্লিক করুন।


তার পর মন্তব্য লিখুন। ধন্যবাদ রফিক ভাই।
351874
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:২০
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
351902
২৮ নভেম্বর ২০১৫ রাত ১১:২২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব ভাল
কবিতার আকারে সুন্দর একটা বিষয়কে আমাদের সামনে উত্থাপন করেছেন আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন
আপনাকে অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৮
292185
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।ভালো থাকবেন দোয়া করবেন।
351923
২৯ নভেম্বর ২০১৫ রাত ০২:২২
আফরা লিখেছেন : খুব ভাল লাগল কবিতা অনেক ধন্যবাদ ।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৯
292186
রফিক ফয়েজী লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
351945
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন :


যারা নিরীহ মুসলমান ভাইদের হত্যা করেছে , করতে সাহায্য করেছে - এত বছরে কৃত অপরাধের জন্য মাফ তো চায়ই নি উল্টো দম্ভ করেছে ।

নিহতদের ওয়ারিশদের কাছে কি উনারা ক্ষমা চেয়েছেন ? বা ঐসব নিহতের ওয়ারিশগন কি তাদের ক্ষমা করে দিয়েছেন ?

ক্ষমা না চেয়ে , মাফ না পেয়ে , দম্ভ করে কিভাবে উনারা জান্নাতে যাবেন ?

বান্দার হক বান্দা না ক্ষমা করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না ।

আর , আল্লাহ কোন দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না ।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
292194
রফিক ফয়েজী লিখেছেন : আলী আহসান মুহাম্মদ মুজাহীদের বিরুদ্ধে একটি অভিযোগ ও প্রমাণ করতে পারেনি।ক্ষমতার দাপটে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়েছে।অন্যায় করলেইতো ক্ষমা চাওয়ার প্রশ্ন।ধন্যবাদ।
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
292254
বার্তা কেন্দ্র লিখেছেন : http://www.bdfirst.net/blog/blogdetail/detail/11215/Musolman/71717#.Vlr12dIrJkg @ হতভাগা..
১০
352026
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
বার্তা কেন্দ্র লিখেছেন : অসাধারণ। অনেক ধন্যবাদ..
২৯ নভেম্বর ২০১৫ রাত ১০:০৫
292286
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ ভাইয়া আপনাকেও।ভাল থাকবেন সবসময়।
১১
352094
৩০ নভেম্বর ২০১৫ সকাল ০৮:০১
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : ইনশাআল্লাহ তার রেখে যাওয়া কাজ ইসলাম বাংলার বুকে প্রতিষ্ঠা করা হবে।
১২
352230
০১ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৮
রফিক ফয়েজী লিখেছেন : সেদিনের অপেক্ষায় আছি। আল্লাহর কাছে আমাদের এই কামনাই রইল তিনি যেন শহীদদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে তাঁর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেন।আমিন।
১৩
353110
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সত্যি অসাধারণ, অনুপ্রেরণামূলক। শুভ কামনা রইলো অনেক অনেক
১৪
353270
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৬
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File