তুমি আর ফিরবেনা

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪০:৫৫ বিকাল

সন্তানের কুশলাদি বিনিময়ে

মায়ের হাতের স্নেহের পরশ বুলিয়ে দিতে

অতি প্রত্যুষে ঘুম থেকে জেগে

রুগ্ন সন্তানের পথ্য নিয়ে,

এসেছিলে তুমি শহরের পানে

অজানা এক মায়ার টানে,

আদরিনী মা।

জানতে না তুমি জানতে না

এ আসাই ছিল তোমার শেষ আসা

তুমি আর ফিরবে না

তোমার স্বজন ঘেরা আস্তানা,

সোহাগিনী মা।

যদি জানতে ঘাতক ট্রাক

কেঁড়ে নেবে তোমার জীবন

পিচঢালা রাজপথ হবে

তোমার আখেরী স্বজন

তোমার রক্তে তৃপ্ত হবে

চৈত্রের খররোদ্রে তৃষিত রাজপথ

ইট-সুরকি আর বালুকণা।

তাহলে তোমার সাধের গ্রাম ছেড়ে

এ শহরের পানে কভূ আসতে না

জনম দুঃখিনী মা।

বিষয়: সাহিত্য

১২৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348809
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
আফরা লিখেছেন : রোড এক্সিডেন্টে মারা যাওয়া খুবই কষ্ট দায়ক -----ধন্যবাদ ।
348812
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রফিক ফয়েজী লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
348835
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : কেউই জানেনা তার সামনে কিি অপেক্ষা করছে৷ ধন্যবাদ৷
348856
০৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
আবু জান্নাত লিখেছেন : উহ! মা আমার মা।
348872
০৭ নভেম্বর ২০১৫ রাত ১১:২৬
রফিক ফয়েজী লিখেছেন : সত্যি যার তুলনা এ পৃথিবীতে হয় না। ধন্যবাদ।
349108
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দু্ঃখজনক।
349110
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
রফিক ফয়েজী লিখেছেন : সত্যিই দুঃখজনক। ধন্যবাদ।
350269
১৮ নভেম্বর ২০১৫ রাত ১১:০১
ছালসাবিল লিখেছেন : Sad Sad
350288
১৯ নভেম্বর ২০১৫ রাত ১২:৪৭
রফিক ফয়েজী লিখেছেন : সত্যিই দুঃখজনক।
১০
352168
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
বার্তা কেন্দ্র লিখেছেন : ভাল লাগল জনাব। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File