তুমি আর ফিরবেনা
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪০:৫৫ বিকাল
সন্তানের কুশলাদি বিনিময়ে
মায়ের হাতের স্নেহের পরশ বুলিয়ে দিতে
অতি প্রত্যুষে ঘুম থেকে জেগে
রুগ্ন সন্তানের পথ্য নিয়ে,
এসেছিলে তুমি শহরের পানে
অজানা এক মায়ার টানে,
আদরিনী মা।
জানতে না তুমি জানতে না
এ আসাই ছিল তোমার শেষ আসা
তুমি আর ফিরবে না
তোমার স্বজন ঘেরা আস্তানা,
সোহাগিনী মা।
যদি জানতে ঘাতক ট্রাক
কেঁড়ে নেবে তোমার জীবন
পিচঢালা রাজপথ হবে
তোমার আখেরী স্বজন
তোমার রক্তে তৃপ্ত হবে
চৈত্রের খররোদ্রে তৃষিত রাজপথ
ইট-সুরকি আর বালুকণা।
তাহলে তোমার সাধের গ্রাম ছেড়ে
এ শহরের পানে কভূ আসতে না
জনম দুঃখিনী মা।
বিষয়: সাহিত্য
১২১৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন