ভিক্ষার কাজ নাই কুত্তা সামালো
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০২ নভেম্বর, ২০১৫, ১২:১৬:২৬ রাত
একেতো সন্তান হারানোর বেদনা তার উপর নীতি নির্দ্ধারক মহলের কাছ থেকে বেফাস দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনে এ গল্পটি মনে পড়ে গেল। এক ভিখারী ভিক্ষা করতে বেরুল। বিভিন্ন বাড়ি ঘুরে এক বাড়িতে গিয়ে বলে মাগো একটু ভিক্ষা দেন। এ আওয়াজ গৃহ কর্তীর কানে যাওয়ার আগে সেই বাড়িতে ছিল একটি কুকুর তা কুকুরের কানে ডুকল। আর সাথে সাথে সে কুকুর ঘেউ ঘেউ করে উঠল। ভিখারী দিল দৌড় আর বলতে লাগলো মাগো ভিক্ষার কাজ নাই কুত্তা সামাল। হায়রে দেশ ! তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। যে দেশটাকে স্বাধীন করা হয়েছিল বিরাট এক স্বপ্ন নিয়ে। পরাধীনতার শৃক্ষল থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করবে এ দেশের মানুষ। পরস্পর ভ্রাতৃত্তের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। নেতৃত্তে যারা আসবে তারা হবে অত্যন্ত মেধাবী ও যোগ্য। কিন্তু এ জাতির এতই দুর্ভাগ্য যে এ ধরনের নেতার দেখা তারা আজও পায় নাই। কবে পাবে তা আল্লাহই ভাল জানেন। তবে যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন চায় না আল্লাহও সে জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। একে একে এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল গত কয়েক বছরে। এর একটা হত্যাকাণ্ডেরও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার না হওয়ায় দিনে দিনে বেড়েই চলেছে হত্যাকাণ্ড। বিচার বিভাগ এবং সরকারের উপর ক্ষুব্ধ হয়ে আজ সন্তান হারানো পিতা এবং তার স্বজনেরা বলতে বাধ্য হচ্ছে আমরা কোন বিচার চাই না। কারণ বিচার চেয়েও কোন লাভ নেই সরকার যদি আন্তরিক না হয়। আল্লাহ তুমি আমাদেরকে এমন শাসক দাও যারা আমাদের জান মালের নিরাপত্তা দেবে।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের ফেলা থুতু আবার নিজেই গিলে ফেলে
বিচারালয় আছে কিন্তু বিচার নেই।
আদালত আছে কিন্তু ইনসাফ নেই।
প্রসাশন আছে কিন্তু প্রসাসক নেই। আছে শুধু গোলাপি ফুলিশ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন