ভিক্ষার কাজ নাই কুত্তা সামালো

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০২ নভেম্বর, ২০১৫, ১২:১৬:২৬ রাত

একেতো সন্তান হারানোর বেদনা তার উপর নীতি নির্দ্ধারক মহলের কাছ থেকে বেফাস দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনে এ গল্পটি মনে পড়ে গেল। এক ভিখারী ভিক্ষা করতে বেরুল। বিভিন্ন বাড়ি ঘুরে এক বাড়িতে গিয়ে বলে মাগো একটু ভিক্ষা দেন। এ আওয়াজ গৃহ কর্তীর কানে যাওয়ার আগে সেই বাড়িতে ছিল একটি কুকুর তা কুকুরের কানে ডুকল। আর সাথে সাথে সে কুকুর ঘেউ ঘেউ করে উঠল। ভিখারী দিল দৌড় আর বলতে লাগলো মাগো ভিক্ষার কাজ নাই কুত্তা সামাল। হায়রে দেশ ! তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। যে দেশটাকে স্বাধীন করা হয়েছিল বিরাট এক স্বপ্ন নিয়ে। পরাধীনতার শৃক্ষল থেকে মুক্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করবে এ দেশের মানুষ। পরস্পর ভ্রাতৃত্তের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। নেতৃত্তে যারা আসবে তারা হবে অত্যন্ত মেধাবী ও যোগ্য। কিন্তু এ জাতির এতই দুর্ভাগ্য যে এ ধরনের নেতার দেখা তারা আজও পায় নাই। কবে পাবে তা আল্লাহই ভাল জানেন। তবে যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন চায় না আল্লাহও সে জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। একে একে এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল গত কয়েক বছরে। এর একটা হত্যাকাণ্ডেরও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার না হওয়ায় দিনে দিনে বেড়েই চলেছে হত্যাকাণ্ড। বিচার বিভাগ এবং সরকারের উপর ক্ষুব্ধ হয়ে আজ সন্তান হারানো পিতা এবং তার স্বজনেরা বলতে বাধ্য হচ্ছে আমরা কোন বিচার চাই না। কারণ বিচার চেয়েও কোন লাভ নেই সরকার যদি আন্তরিক না হয়। আল্লাহ তুমি আমাদেরকে এমন শাসক দাও যারা আমাদের জান মালের নিরাপত্তা দেবে।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348146
০২ নভেম্বর ২০১৫ রাত ০১:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
348148
০২ নভেম্বর ২০১৫ রাত ০১:০৮
রফিক ফয়েজী লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ।
348168
০২ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৯
হতভাগা লিখেছেন : হানিফ মন্ত্রীত্ব পাবার জন্য কোন কোন সময় এমন কথা বলে বসে যে এতে তার দলই অড পজিশনে পড়ে যায়

নিজের ফেলা থুতু আবার নিজেই গিলে ফেলে
348173
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:১১
রফিক ফয়েজী লিখেছেন : ঠিকই বলেছেন। ধন্যবাদ।
348186
০২ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কাসেম স্যারের এক পোলা তাও জমে নিয়া গেছে এখন জমে কাশেম স্যাররে নিয়া টানাটানি করুক স্যার সেটা চাননি তাই বিচার হয়তো চাননি,আর চাইলেও দেখাযাবে স্যার বিচার পাননি পেয়েছেন উপরি কিছু পেরেশানি তাই স্যার বিচার চাননি।
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
289083
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ ঠিক বলেছেন।
348194
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি বল আর কি করে এই সরকার এর সেই বোধ টাও চলে গেছে!
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
289084
রফিক ফয়েজী লিখেছেন : ঠিক।ধন্যবাদ।
348209
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫২
ইবনে আহমাদ লিখেছেন : দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের কোন আস্থা নেই।
বিচারালয় আছে কিন্তু বিচার নেই।
আদালত আছে কিন্তু ইনসাফ নেই।
প্রসাশন আছে কিন্তু প্রসাসক নেই। আছে শুধু গোলাপি ফুলিশ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

০২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
289085
রফিক ফয়েজী লিখেছেন : না থাকারই কথা।মন্তব্যের জন্য ধন্যবাদ।
348216
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
289086
রফিক ফয়েজী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File