জাতির পিতা
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ৩১ অক্টোবর, ২০১৫, ০৮:০৭:০১ রাত
একাই তুমি একটি জাতি
হে জাতির পিতা ইব্রাহিম(আঃ)
মুসলিম জাতি ধন্য হলো
এমন পিতা পেয়ে দ্বিধাহীন।
বুড়ো বয়সে পেলে একটি সন্তান
তাও রেখে গেলে কাবা চত্তরে
মা হাজেরাকে শিশু সন্তানসহ
ফেলে গেলে এ মরু প্রান্তরে।
কোথায় যাচ্ছ একা ফেলে তুমি
বলে যাও শুধু একটি বার
এর বেসই আর কিছু চাহি না
নাই কিছু তোমায় বলিবার।
তিন বার বলার পরেও যখন
উত্তর এলো না তোমার মুখে
বুঝে গেলো মা হাজেরা
তুমি শুধু অঙ্গুলি তুলে ছিলে উর্ধদিকে।
চলে গেলে তুমি ফেলে গেলে হেথায়
বিবি হাজেরা শিশু ইসমাইলকে
রেখে গেলে শুধু কিছুটা খেজুর
আগুন পানি কিছু নেই সেখানে।
মা হাজেরা সাফা হতে শুধু
মারওয়ার দিকে একা দৌড়ায়
কোথাও কোন জনমানবের
সন্ধান নাহি পাওয়া যায়।
একা ইসমাইল পদাঘাত করে
শুয়ে শুয়ে কাবার চত্তব্রে
পদাঘাতে তাঁর জমজম কুয়ো
প্রবাহিত হয় মরু ভেদ করে।
মা হাজেরা দৌড়ে এসে
কাপড় দিয়ে আটকায় সেই পানি
না হলে সেদিন প্লাবিত হয়ে
ডুবে যেত মক্কা নগরী।
দ্বিতীয় বার তুমি এসেছিলে হে পিতা
এসেছিলে সুদূর ইরাক হতে
মহান প্রভূর ইশারাতে তুমি
আপন সন্তানকে কুরবানী দিতে।
যখনই তুমি এ আদেশটুকু
পৌঁছালে আপন সন্তানকে
বিনা বাক্যে তা গ্রহন করে
চলল তোমার সাথে সাথে।
সেদিনও চিৎকার করে কেঁদেছিলো
কেদেছিলো আসমানের ফেরেশতারা
যেমনিভাবে তায়েফের জমিনে কেদেছিলো তাঁরা
রাসূলের(সঃ) উপর দেখে পাথর মারা।
সেদিন তুমি ধরেছিলে হায়
ধরেছিলে তেজোদীপ্ত রুদ্রবেশ
এক হাতে তোমার তীক্ষ্ণ ছুরি
আরেক হাতে ইসমাইলের কেশ।
সেদিন তুমি জিতে গেলে হায়
জিতে গেলে হে ! জাতির পিতা
খলিলুল্লাহ উপাধি পেলে তুমি
হয়ে গেলে মহান প্রভূর মিতা।
বিষয়: সাহিত্য
১৪৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশীদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান
মন্তব্য করতে লগইন করুন