আত্মার শুভ্রতা রফিক ফয়েজী
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:২৩:৫৮ সন্ধ্যা
টাকনুর উপর সাদা লংক্লথের পায়জামা
গায়ে আদির পাঞ্জাবী ঝুলালে
ভেবনা তুমি এক, শুভ্র-সুন্দর
মহান পুরুষ।
সুন্দর করতে নিজেকে
প্রথমেই প্রয়োজন
আত্মার সংশোধন।
তসবীহ হাতে, জনতার সাথে
বর্ণ লুকিয়ে, ধর্ম বিকিয়ে
মঞ্চ কাপিয়ে, বক্তৃতা হাঁকিয়ে
মিথ্যার ফুলঝুড়ি দিয়ে তুমি
বার বার করে যাবে সার্থসিদ্ধি
তুলে ক্ষণিকের জোশ
তুমিই এলাকার মহাপুরুষ।
ভেবেছ জাগবে না গর্জে উঠবে না
সহজ-সরল কৃষক জনতা
হয়ে রবে পরে চির বেহুশ
তুমিই এলাকার মহাপুরুষ।
কেরাণী থেকে মন্ত্রী হয়েছ
ভেবেছ দুনিয়ার সবাই তা
আলেম-ওলামা পীর-মাশায়েখ
শিক্ষিতেরা করবে তোমার মোশাহেদা।
নীতি বাক্যতো অনেক ছুড়েছ
ফতুয়াও নাকি দিয়েছ ঢের
সব ছেড়ে দিয়ে তওবা করে
আল্লাহর রাস্তায় চলে আসো ফের।
দু হাত তুলে ডেকে বলো হে মোর
রাহমান ও রাহীম বিদাতা
ভ্রান্তি সকল ক্ষমা করে দাও
মনের কালিমা দূর করে দাও
দাও আত্মার শুভ্রতা।
বিষয়: সাহিত্য
১২৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর রাস্তায় চলে আসো ফের।
দু হাত তুলে ডেকে বলো হে মোর
রাহমান ও রাহীম বিদাতা
ভ্রান্তি সকল ক্ষমা করে দাও
মনের কালিমা দূর করে দাও
দাও আত্মার শুভ্রতা।"
১০০ ভাগ সহমত৷ এটা আমাদের সবারই করা উচিৎ৷
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন