জিহাদ স্মরণে

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৭ ডিসেম্বর, ২০১৪, ১০:৪০:১৭ রাত

জিহাদ জিহাদ করে মায়

জিহাদ গেল কাদের নায়

আয়রে জিহাদ ঘরে আয়

কেঁদে অস্থির বাবা মায়।

এমন সময় খবর এলো

জিহাদ গেছে পড়ে

গাফলতির সেই খুড়া গর্তের

ছয়শত ফুট গভীরে।

চারদিক থেকে ছুটে আসলো

দক্ষ কত লোক

জুস খাওয়ালো,পানি দিল

আশায় বাধলো বুক।

বলল জিহাদ বেঁচে আছে

চেষ্টা করে দেখি

জীবিত অথবা মৃত তাকে

তুলতে পারি নাকি।

অনেক রাতে প্রতিমন্ত্রি এলেন

ডুলু ডুলু চোখে

বললেন সব গুজব নাকি

যা বলে সবলোকে।

সার্কিট ক্যামেরা যন্ত্রপাতি

যত ঢুকালাম তাতে

ব্যাঙ টিকটিকি ময়লা ছাড়া

কিছুই পড়ে না চোখে।

জানি তোমরা ছিলে সবাই

ছিলে মহা ব্যাস্ত

আপাতত ক্ষান্ত কর

গুটিয়ে নাও হস্ত।

তারপরে আসলো ক জন

ওয়ার্ক সপের শ্রমিক

জাল পেঁচিয়ে বের করে আনলো

জিহাদ সোনার মানিক।

কতদিন আর শুনতে হবে

মায়ের এমন আহাজারি!

সরকারের গাফলতিতে

কত জীবন যাবে ঝরি।

বিষয়: সাহিত্য

১০২৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297588
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ব্লগে এক ভাই লিখেছেন মানুষের জীবনের চেয়ে সস্তা আর কিছু নেই। হায়রে অভাগা দেশ Sad
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১০
240980
রফিক ফয়েজী লিখেছেন : সত্যিই।ধন্যবাদ সাথে থাকার জন্য।
297592
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জিহাদদের মতো ফুলের কলিরা এখানে অকালে ঝরে যায়, তাতে কার কি আসে যায়? দেশের হর্তাকর্তারাই ধমকা হাওয়া হয়ে ঝরিয়ে দেয় এসব পুষ্পকলিদের।
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১১
240981
রফিক ফয়েজী লিখেছেন : ঠিক বলেছেন।ধন্যবাদ।
297604
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৭
ব্লগার ভুত লিখেছেন : ভালো লাগলো
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১২
240982
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।
297605
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৪
আফরা লিখেছেন : যার মৃত্যু যে ভাবে লেখা আছে সেভাবেই হবে । তবে অবহেলা অসচেনতার জন্য কারো মৃত্যু মেনে নেয়া কঠিন ।
297610
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৯
রফিক ফয়েজী লিখেছেন : অবহেলা, অসচেতনতা, অবজ্ঞা,অপরিপক্কতা,অদূরদর্শিতা এগুলোর মধ্যেই বারবার হোচট খেতে হয় আমাদের।
297622
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৩
udash kobi লিখেছেন : জিহাদের জন্য একবুক ভালোবাসা ছাড়া আর কী?
আর কী তামাশা করতে পারে সরকার আর তার তাবেদার রাষট্রশোষকরা।

....
পিলাচ পিলাচ
297786
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০২
রফিক ফয়েজী লিখেছেন : ঠিক বলেছেন ভাই।ধন্যবাদ থাকে থাকার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File